সামুদ্রিক বিভ্রম
যৌনতার বোধগুলো আলো ফেলে রাখছে আমাদের শতাব্দির পথে-
যে আলোয় আমাদের নিজস্ব সালোকসংশ্লেষ- সঘন বিস্তার
যে আলোয় জ্বলে উঠে মহুয়ার ডাকে নদ্যার চাঁদ
সে আলো নৃত্যের ভঙ্গিতে আমায় ডাকে রোজ রোজ
বিবিধ দর্শণ থেকে মুখ তুলে তাকালে উনিশ শতকি মানুষেরা
চিঠিপত্রের কলামে তাঁদের নাম লেখা হয়ে যায়;
সেই ক্রান্তিকালিন সময়ে জনৈকা গৃহিনী সদাইর মোড়কে
পেয়ে গেলে প্রয়োজনীয়বার্তা, চৌদিকে ছড়িয়ে পড়ে মিহিন সতর্কতা
শতাব্দি শতাব্দি ধরে আমার বিকাশ
টিকে আছে যে আলোয়
তার বৈধ নাম যৌনতা- ঠিক আছে-
আমি তার নাম দিতে চাই উনিশ শতক।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।