আহসান জামান আমাদের উনিশ শ' গোলাপের বনে আজ ঘাতকপোকারা কুঁরে খায় বিশ্বাসের বীজ; মাটির নীচে ঠান্ডা হিমাগারেও পচনের অভিশাপ দু'চোখে তাক করে বসে আছে হিংস্র রাইফেল; পাশ ফিরলেই; ট্রিগাল তাঁতানো আগুন, ছোঁ মারে; নর্দমায় সারি-সারি লাশের মিছিল; নিশ্চল যাপন স্রোতে টানে পলিক্ষত নদীর ক্লান্তি। সারা শহর ঝুলে থাকে পুরানো গির্জার ঘড়ির বন্ধ-কাঁটায়। আমাদের থেমে থাকা চলাচল; ভীষণ রুগ্নতায় অপুষ্ট নিয়নের বাতির তামাটে অন্ধকারে ক্রমশ ডুবে যায় অধিকার। সারাশহর হেঁটে বেড়ায় পাপের চাকায়; থৈ থৈ হাহাকার, ফ্যাকাশে হলুদ অথবা জমাট বাঁধা অকেজো মৃত-রক্তের অজুহাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।