সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
দেয়াল ঘড়িতে এগারোটা বেজে কুড়ি
জানালার কাছে রাত জাগে একা
উর্মিলা চৌধুরি
উপন্যাসের পাতায় যখন এই কথাগুলো পড়ি
তখন আমার বয়স হয়তো
উনিশ কিংবা কুড়ি
মনে আছে আজো সেই নায়িকার ব্যাথা
ঢেউ তুলেছিলো আমার তরুণ প্রাণে
আমার রাতের ঘুম করেছিল চুরি
তখন আমার বয়স হয়তো
উনিশ কিংবা কুড়ি
জানি না কোথায় হারিয়ে গিয়েছে
সেই কাব্যের কবি
আর উপন্যাসের নায়িকা সেই যে
উর্মিলা চৌধুরি
মনে পোড়ে না যে সেই গল্পের শেষে
কি যে ঘটেছিল সেই রাত অবসানে
ঘড়ির কাটার পথ দিয়েছিল পাড়ি
তখন আমার বয়স হয়তো
উনিশ কিংবা কুড়ি
দেয়াল ঘড়িতে এগারোটা বেজে কুড়ি
জানালার কাছে রাত জাগে একা
উর্মিলা চৌধুরি
উপন্যাসের পাতায় যখন এই কথাগুলো পড়ি
তখন আমার বয়স হয়তো
উনিশ কিংবা কুড়ি
অডিও লিঙ্ক
ব্যান্ডঃ এল আর বি
অ্যালবামঃ তবুও
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।