প্রশ্ন করেই যাব অবিরত
প্রবন্ধটি বেশ আগে লেখলেও আলসেমি করে সামুতে দেয়া হয় নি।
সম্পূর্ণ প্রবন্ধ পড়তে হলে এই পেজে চলে যান। এখানে দুটো লিংক পাবেন, একটি পি, ডি, এফ, এর জন্য অপরটি ইউনিকোডের জন্য। পি, ডি, এফ, ফাইলটি ফক্সিট রিডার দ্বারা পড়তে পারবেন না, এজন্য ব্যবহার করুন এডবি রিডার বা stduviewer নামক ছোট্ট সফটওয়্যারটি(মাত্র 1.95 MB) যার সাহায্যে আপনি পি, ডি, এফ, ফাইলে কপি পেস্টের কাজও করতে পারবেন ও উজ্জ্বলতা বাড়াতে-কমাতে পারেন ইচ্ছে মত। stduviewer ডাউন লোড করতে পারেন এখান থেকে। আর যারা এডবি রিডার ব্যবহার করতে চান তারা এটা না থাকলে তা ডাউন লোড করতে পারেন এখান থেকে।
প্রবন্ধটি দীর্ঘায়তনের জন্য এখানে একসাথে দেয়া সম্ভব হল না। এখানে দিতে হলে বেশ কয়েকটি(৫/৬ টি) পোস্ট দেয়া ছাড়া বিকল্প নেই তাই এই ব্যবস্থা। বিষয়টি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলকে অনুরোধ করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।