চোখের কোনায় পিঁপড়ার কামড় খেয়ে ঘুম ভেংগে গেল। জ্বলছে খুব। জ্বালার যাতনা। পানির ঝাপটা দেব? কোথ্থেকে পিপড়া এলো। বিছানায় বসে কি কেউ কিছু খেল? তার সুঘ্রানে আকর্ষিত হয়ে নিশ্চয় পিঁপড়া এসেছে।
রাতে ঘুমাবার আগে বিছানা ঝাড়ু দিয়ে ভাল করে ঝাড়বার কথা। ঝাড়ু খুঁজেছিলাম। যেখানে ওটা দাঁড়িয়ে থাকে, সেখানে ছিল না। মনে হয় ও ও কাত হয়ে মাটিতে পড়েছিল। আমার আর ভাল করে খোঁজা হয়নি।
গতরাতে এত ক্লান্ত ছিলাম, বিছানা ঝাড়া হয়নি। কখন যে এলিয়ে পড়ে গেছি বলতেও পারবো না। সে সুযোগ নিল পিঁপড়া!
কি করি, কি হলে একটু আরাম লাগবে? ঘুমাতে ইচ্ছা। ঘুম পুরো হয়নি। শরীর এখনো ম্যাজম্যাজ করছে।
বাইরে তাকিয়ে দেখি ভালো অন্ধকার। কিছু দেখা যায় না। একটা গাড়ী চলে যাওয়ার শব্দ হলো। আমি পায়চারি করছি। ঘড়ির কাটায় রাত পৌনে তিনটে বাজে।
কি আর করা। অপেক্ষা করতে থাকলাম। পিঁপড়া যখন কামড় দিয়েই ফেলেছে তখন এর যাতনা সহ্য করে নিতেই হবে। দেখি কত সময় লাগে আর কখন প্রশমিত হয়। কাজ করতে বসে গেলাম।
আস্তে আস্তে কাজে মন গভীরভাবে দিয়ে ফেললাম।
কখন যে সকাল হয়ে গেছে। বলতে পারবো না। তবে, চোখে আর তেমন জ্বালা নেই। কাকের ডাক শোনে যাচ্ছে।
উঠি, বিছানা ঝেড়ে ঘুমাতে যাই। সবাইকে শুভসকাল, নিজেকে শুভরাত্রি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।