যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। "অনুকাব্যঃ ছুঁয়ে দেখব তোমায়। "
।
। ১। ।
ও মেয়ে তোমার
অধর বড়ই মিঠা,
শীতের ভোরে
যেন ভাপা পিঠা!
দিলেই নাহয়
একটু খানি ছোঁয়া,
তেষ্টায় মরি
হোকনা দোষী হওয়া!
। ।
২। ।
তোমায় দেখে
কথা সারেনা মুখে,
দুরু দুরু
করতে থাকে বুকে!
বুকের ব্যাথায়
মরছি দেখ আমি,
ভালবাসা
ছুঁয়ে দেখ তুমি!
। । ৩।
।
জানো না এযে
ভালবাসার ক্ষণ,
করলাম নাহয়
একটু আলিঙ্গন?
রাগ কোরোনা
গাল কোরোনা লাল!
লাল গালে আমি
মরেছি চিরকাল!
। । ৪। ।
ও শরীরের
উত্তাপ বড় নরম,
শীতল হব
করব তারে পরম।
যতই সরাও
হাতটি সরাবোনা,
দেখব ছুঁয়ে
মিষ্ট নাকি নোনা!
। । ৫। ।
মেয়ে হেসোনা
হাসি বড়ই মিষ্টি,
আমার করতে
ইচ্ছে হয় সে সৃষ্টি।
তোমার ঠোঁট-চুল-মুখ
তোমার মিষ্টি হাসি,
জানোনা তুমি
কতটা ভালবাসি!
_____________________________________________________
উৎসর্গঃ বিছানাকে (ট্যাগ দ্রষ্টব্য)
আর ছবি? ইন্টারনেট!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।