এটা আমার দেশ, তাই আমি গর্ব করি আমাকে নিয়ে। এটা আমার নদী তাই একে বাঁচিয়ে রাখা আমার পবিত্র দায়িত্ব। আসুন এভাবে বাংলাদেশের সব কটি নদীকে দুষণের কালো ছুঁবল থেকে রক্ষা করি।
বংশী গাঁঙের ঢেঁউ দেখেছি
বেঁধেছি তারই কূলে ঘর;
বংশী বলে নয়ন জলে
আমি কি তার পর?
বংশী জলে মাছ দেখেছি
আইর, বোয়াল, বেলে
বংশী বলে নয়ন জলে
ও ভাই কেমনে গেলে ভুলে !
কার্তিক মাসের শেষে
যখন অগ্রাহায়ণ আসে
বংশী জলে সরপুঁটিরা
ডাকতো ওরে... আয় চাপিলা
টেংরা গুলশা দাঁড়িওয়ালা
...আজ কোথায় গেলি তোরা ?
বংশী বলে কেঁদে কেঁদে
সে যে আজ মরণ ফাঁদে
কে বাঁচাবে তারে.....?
জননী কাঁদে পুত্র শোকে
বংশী কাঁদে শূণ্য বুকে
আজ কে বাঁচাবে তারে?
ও জনতা... কই একতা
আওয়াজ তোলো আজ;
নদীর বুকে বর্জ্য ফেলা
কোন সভ্যতার কাজ !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।