আমাদের কথা খুঁজে নিন

   

সে আসবে বলেছে.......

কিছু পেতে চাইলে কিছু ত্যাগ করতে হয়...জানিনা কতটা সত্যি...
অমৃত সাগর অবগাহি তুলে আনবো রক্তপদ্ম কোহকাফ নগরী খুঁজে আনবো সময়ের অন্তরীপ জীবন, অনাবিষ্কৃত কোকিল সম পরগৃহী, তোমাকে নিয়ে হবো না কোটালিরে দিয়া গড়াইয়া নিবো, আপন কিয়া।। পদ্মরাগ মনির টিপ দিবো দধীচির হাড় কুঁদে তোমায় গড়বো ইন্দ্রের আমি বজ্র ছিনাইবে কে? কার সাধ্য !!! সেদিন, কদম কলিকা দুলবে বাদলও বাতাসে খল্লাট ঋষির ক্রোধ সেদিন প্রকাশ পাইবে চিরঞ্জীব চিন্তাযুক্ত হইবেন, পাগলের অভিলাষে প্রাঙ্গনে মোর অশ্রুজলে বাড়ন্ত প্রতিটা ঘাস, আফসুস করে বলে, কর কমলে স্পর্শে ধন্য হবো, কোথা সে হেমাঙ্গিনী ? তোমার হস্তে পরাইবো স্বর্নলতার অঙুরী গলেতে পরাইবো রং-ধনুর সাত রঙ্গের গলাসি অঙ্গুষ্ঠায় থাকিবে, সিদুর আর নবজীবনের অঙ্গীকার ধ্বনী।। সাত ঘোড়ায় কোড়া মারিয়া আসিবো আকাশে কোদাল কুপিয়া মেঘের ভেলা লইয়া আসিবো।। এক হাতে তোমায় খুঁজে পেতে সূর ভাজিবো, পাহাড়ি বেনু অন্য হাতে স্পর্শিবো ধূলো, করিতে কেয়া রেণু সাথে থাকবে কোদন্ড-টঙ্কার সহ অসির ঝনঝনির ফুলঝুরি কপালদোষে কবি হইনি আমি, তোমাতে হইতে প্রেমী।। সূত্র: পৃষ্ঠা নং-২৯০
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।