সম্মান জানাই তাকে আমার বিরুধ্যে সত্য বলে যে
এই ব্লগে নাস্তিক দের একটা লিস্ট দেখছিলাম প্রায় ১০০ জনের বেশী নাস্তিক ব্লগারের লিস্ট !!
মার্কামারা কিছু ব্লগার আছে এদের কে পাবেন যে কোন দুই লাইনের একটা পোস্টে আঁতেলেস্টিক মন্তব্য কইরা ঘুরে বেরায় ।
নাস্তিক দের দাবী তারা বাস্তব বাদী !!!
মুক্তচিন্তা আর অসীম বিগ্যান চর্চা করার পর মহাগ্যানী হয়ে নিজেকে নাস্তিক আবিস্কার করে ।
আরো জানতে পারে মানব জাতির সকল প্রকার মুক্তি এবং সফলতা নাস্তিক্য বাদে।
যাই হোক নাস্তিক্যবাদের পক্ষে বিপক্ষে কোন যুক্তি তর্কের পোস্ট না এই টা ।
এই পোস্ট আসলে এই ভুজংধারী নাস্তিক দের বিষয়ে।
এরা বিভিন্ন পোস্টে (ধর্ম বিষয়ক) লেকচার ঝেড়ে বেড়ায় ।
ধরে নিলাম আজকে আমি তাদের কথা মেনে আমার ধর্ম থেকে বেরিয়ে আসলাম তার পর? আমি হয়ে গেলাম নাস্তিক। ভাল কথা এই নাস্তিক জিনিষ টা কি ? নাস্তিক্যবাদ টা কি ?
আমি মুসলমান । ভুল হোক বা সঠিক মুসলমান দের হাজারের বেশী পোস্ট আছে ইসলাম নিয়ে । ইসলাম কি তার একটা ধারণা দাড় করানো সম্ভব।
আমি দাবী করলাম আমি মুসলামন । দাবী করলেই কি হলো ? আমার জানতে হবে কলেমা কি ? বা নামাজ কি ? ইসলামের উৎসব কি ? ইসলামের নিষেধ কি ? ইত্যাদী ।
হিন্দু দের পোস্ট আছে হিন্দু ধর্ম কি ? ধর্মের নীতি কি ? ধর্মের উৎসব কি ? হিন্দু ধর্মের বিশ্বাস কি ইত্যাদী নিয়ে ।
স্বভাবতই প্রশ্ন হবে আমি যদি বলি "আমি নাস্তিক" তা হলে নাস্তিক কি জিনিষ খায় না মাথায় দে? নাস্তিক কাকে বলে আর নাস্তিক্যবাদের বিবরণ কি ? এই শতের বেশী মহাগ্যানী নাস্তিক দের পোস্ট আছে কোন ধর্মে কি ভুল আছে? কোন ধর্ম কত খারাপ ইত্যাদী নিয়ে ।
কথা হলো অন্যসব ধর্মের সব জান্তা রা নাস্তিক্য বাদ নিয়া পোস্ট দেয় না কেন?
আমি যদি বলি আমি নাস্তিক তা হলে আমকে বলতে হবে আমার জানতে হবে নাস্তিক কি? নাস্তিক্যবাদ কি ?
কিছুই না মান আর সব কিছু কে অবিশ্বাস করাই যদি হয় নাস্তিক্যবাদ তা হলে আমার কিছু বলার নাই।
আর যদি হয় নাস্তিক্যবাদ কোন "পুর্ণ মতবাদ" যদি হয় লাইফ স্টাইল তা হলে তার বিবরণ কি ?
নাস্তিক্য বাদ বলতে কি কিছু আসলেই আছে নাকি ? নাকি যার কিছুই নাই সেই নাস্তিক ? নাস্তিক্য বাদ আসলে কিছু হলে সেটা কি?
নাস্তিক্য বাদ মানুষের জিবনযাপনের রীতি নিয়ে কি বলে?
নাস্তিক্যবাদে অবশ্য করণী্য় বলে কোন টার্মস আছে নাকি নেড়ি কুকুরের মত ছাল উঠা বাঘার জিবন যাপন করতে হবে ?
নাস্তিক্য বাদে অবশ্যপরিহার্য্য কি কি বিষয় আছে ?
নাস্তিক্যবাদে কোন উৎসব আছে ?
নাস্তিক্য বাদে কোন গ্রিটিংস আছে ? যেমন সালাম/আদাব/নমস্কার ?
নাস্তিক্যবাদ মৃত দেহের সৎকারের কি নির্দেশনা দেয় ?
নাস্তিক্যবাদ মৃতের ত্যায্য সম্পত্বির কি নির্দেশনা দেয় ? নাকি কপর্দকহীন মৃত্যুর নিশ্চয়তা দেয় ?
শতাধিক ধর্মবিরোধী নাস্তিক দের মধ্যে কে একজন কেউ আছেন যে নাস্তিক্য বাদ "কি?" এটা নিয়ে ডিটেইল পোস্ট দিবেন ?
নাস্তিক্যবাদ ঠিক না বেঠিক সে তর্ক করার ইচ্ছা নাই।
নাস্তিক্য বাদ যেমনই হোক একটা "পূর্ণ জিবন ব্যাবস্হা" হতে পারে এমন ডিটেইল সহ একটা পোস্ট দেখার অপেক্ষায় রইলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।