ভাস্কোদা গামার নৌকায় চড়ে
এসেছিল ওরা, - সেই কবেকার কথা!
একই পথ ধরে এসেছে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি,
নীলকুঠির সাহেব। - আরো কত জনে, এই জনপদে।
এমনি করে যুগের পরে যুগ পেরিয়ে -
আসে এখানে আজিকার মরিয়ার্টি!
ভদ্র-লেবাসের আড়ালে, ‘সভ্য’ এই সাহেব-সুবাদের
একই মিশন, একই লক্ষ্য - নির্ভেজাল শোষণ!
তুমি কি বুঝতে পারছ, খালেদা জিয়া?
খালেদা জিয়া! তুমি কি বুঝতে পারছ?
সাম্রাজ্যবাদীরা কি সুচতুর ক্রুর কৌশলে
তোমার কয়বিঘার বাড়ি রক্ষা আর বাংলাদেশটাকে
তোমার কাছে গুলিয়ে দিতে চাইছে।
তোমার দুই সন্তানের সুখের সাথে
পনের কোটি বাংলাদেশীর জীবন-মরণকে মিশিয়ে
তোমাকে বিভ্রান্ত করছে, খালেদা জিয়া!
খালেদা জিয়া! তুমি কি বুঝতে পারছ?
কোথায় ছিল মরিয়ার্টি?
যখন আওয়ামী খুনিরা তোমার দেশবাসীর
রক্তে খেলছিল হোলি-খেলা।
কোথায় ছিল মরিয়ার্টির গণতান্ত্রিক মানবতা
যখন কোন সাংবাদিককে পশুর মত
মারছে ক্ষমতাসীন হায়েনার দল?
কোথায় মরিয়ার্টির মানবাধিকার?
যখন তোমার দেশবাসীকে তার আপন সীমান্তে
পাখির মত গুলি করে হত্যা করছে
আন্তর্জাতিক নদ-নদীর পানি থেকে বঞ্চিত করছে
তোমার দেশকে তাদের লুডুখেলার মাঠ করছে
তারি সাম্রাজ্যবাদী দোসরেরা
কোথায় মরিয়ার্টির আইন-কানুন, খালেদা জিয়া?
খালেদা জিয়া! তুমি কি শুনতে পাচ্ছ?
খুন, ধর্ষণ, শোষণ, স্বৈরাচারী দুঃশাসনে
মানুষের কন্ঠরোধের উপক্রম, পিঠ ঠেকেছে পাথরে
কোমর ভেঙ্গে আসন্ন মৃত্যুর সাথে লড়ছে যারা
তারা মৃত্যুর দূতকে পিছে ঠেলে যখনি দাঁড়ালো একটু সোজা হয়ে
ঠিক তখনি শান্তির দূত এসেছেন দুয়ারে?
খালেদা জিয়া! তুমি কিছু বুঝতে পারছ?
সাম্রাজ্যবাদীরা এমনি করে এসে হাজির হয় -
রক্ষাকর্তা হয়ে তাদেরি সৃষ্ট নরকে!
খালেদা জিয়া, তুমি কি পনের কোটি বাংলাদেশীর
ঘাড়ে দাঁড়ায়ে এই রক্ষকের হাত ধরে উঠে যাবে
সোনালী স্বর্গে? তোমার পুত্র দেবতাদের সহবাসে?
বীরভোগ্যা আরেক বাঙ্গালী ললনা হয়ে?
তুমি কি সাম্রাজ্যবাদীদের চেটেপুটে খাওয়া
কাবাবের হাড্ডি হতে চাও, খালেদা জিয়া?
না কি পনের কোটি হতদরিদ্র বাংলাদেশীর মাথার মুকুট
নয়নের মনি, শোষণের জোয়াল হতে মুক্তি-দাত্রী সম্মানীতা
স্মরণীয়া চির কালের - সোনার বাংলাদেশে?
তোমার অতীত পিছনে ফেলে সামনে এগুবার
এটাই তোমার শেষ, এবং নিশ্চিত শ্রেষ্ঠ সুযোগ!
পছন্দ এখন তোমার, খালেদা জিয়া!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।