বার্সেলোনা প্রাক-মৌসুম এশিয়া সফরের শেষ ম্যাচেও জয় পেয়েছে। স্প্যানিশ চ্যাম্পিয়নরা গতকাল মালয়শিয়া একাদশকে সহজেই ৩-১ গোলে হারিয়েছে ।
কুয়ালালামপুরের শাহ আলম স্টেডিয়ামে লিওনেল মেসি বাঁ উরুর পেশিতে টান পড়ায় খেলতে পারেননি। তবে বার্সাকে ৩৩ মিনিটে এগিয়ে দেন সেস ফ্যাব্রিগাস ।
তবে আট মিনিট পরেই সমতা নিয়ে এসে গ্যালারিকে উচ্ছ্বাসে ভাসিয়ে দেন আমরি ইয়াহইয়াহ। যদিও সেই আনন্দ দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি। ৪৩ মিনিটে ফ্যাব্রিগাসের পাস থেকে আবার বার্সাকে এগিয়ে দেন নেইমার।
৭৫ মিনিটে মিডফিল্ডার ফ্যাব্রেগাস বার্সার জয় নিশ্চিত করা গোলের রুপকার। তার চিপ ধরে, ডিফেন্ডার জেরার্ড পিকে জোরালো শটে ব্যবধান ৩-১ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।