bhuiyan.mohin@gmail.com
ইন্টারনেট থেকে আয় করুণ প্রতিমাসে কমপখ্খে ৫,৬০০
রেজিস্ট্রেশন পদ্ধতিঃ
Speak Asia Online একটি পন্য নির্ভর দীর্ঘমেয়াদী জরীপ কার্যক্রম। এই কার্যক্রমে অংশগ্রহণ করিতে হইলে প্রথমে আপনাকে তাদের প্যানেলে অন্তভৃক্ত হতে হবে।
প্যানেলের অন্তভৃক্ত বা রেজিস্ট্রেশন ফি = ২০ ডলার বা ১৫০০/- টাকা।
Speak Asia Online Company Launch করার ১ মাসের মাথায় আপনাকে বাকী ২০০ ডলার বা ১,৪০০০/- টাকা কোম্পানীকে দিতে হবে।
Speak Asia Online-এর বিবরণ:
Speak Asia Online একটি মার্কেটিং জরীপ কোম্পানি, জরীপ বলতে আমরা বুঝি কোন একটি পন্য তৈরি হওয়ার পূর্বে অথবা বাজারজাতের পূর্বে অথবা মার্কেটে বর্তমান এ রকম পন্য সম্পর্কে পন্য ব্যবহারকারী অথবা ভোক্তা বা user বা সাধারণ জনগণ থেকে পন্য সম্পর্কে মতামত সংগ্রহ করে বিরাজমান মার্কেট সম্পের্কে একটি মার্কেটিং কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ করাকে বুঝায় ।
যাকে ইংরেজিতে Survey বলা হয়। Speak Asia Online মূলত একটি Survey Industry. Survey মূলত ২ প্রকার । Offline & Online. Offline Survey বলতে আমরা যা বুঝি মানুষের মাঝে স্বশরীরে বাড়ী, বা বাড়ী বা অফিসে অফিসে গিয়ে জরীপ করাকে বলা হয় Offline Survey. যেমন- বাংলাদেশ ইউনিলিভার বাদ্রার্স এর হুইল সাবানের বিজ্গাপন আমরা দেখেছি, বিভিন্ন জেলায় জেলায় ভোক্তা থেকে মতামত সংগ্রহ করে বিজ্গাপন করা হয়। Online Survey বলতে ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে অল্প, সময়ে মতামত সংগ্রহ করাকে বুঝায়। Speak Asia Online এর জরীপ কাজটি বিভিন্ন বড় বড় মার্কেটিং কোম্পানি Online এর মাধ্যমে করে থাকে।
যেমর বিশ্বের বড় বড় কোম্পানী যেমন:- TOYOTA, AUTO MOTOR, PARTS, MEDICAL, PHARMACEUTICAL, TATA, BATA, UNILIVER, PHILIPS, SINGER, TOSHIBA, SAMSUMG, HOLLYWOOD, BOLLYWOOD – এর বড় বড় প্রযোজক কোম্পানী, বিমান (কোম্পানি) (EMIRATES, BRITISH, AIRWAYS), MACDONALD, KFC, SHIPPING কোম্পানী, বড় বড় FIVE STAR HOTEL, TELE COMMUNICATION, ADDIDAS,CLOTH COMPANY, HOSPITAL, TOURISM কোম্পনী, SHOE কোম্পানী, COSMETICS কোম্পানী ইত্যাদি।
এশিয়ার মধ্যে রয়েছে Speak Asia Online কোম্পানীর unlimited জরিপে মতামত প্রদানকরী রেজিস্টার্ড ও প্রশিক্ষণ প্রাপ্ত মেম্বার। তাই উপরোক্ত বিভিন্ন কোম্পানী Speak Asia Online Singapore এর সাথে মোটা অংকের অর্থের বিনিময়ে জরীপ করার জন্য চুক্তি স্বাক্ষর করে থাকেন সেখান থেকে Speak Asia Online প্রচুর US Dollar আয় করে থাকে। সেই আয় থেকে Speak Asia Online এ যে সকল মেম্বার বা প্যানেল হোল্ডার জরিপ কাজে সু-চিন্তিত মতামত প্রদান করে করে থাকেন, তাদেরকে প্রতিটি মতামতের জন্য একটা বড় অংকের অর্থ সাপ্তাহিক বা মাসিক বেতন/Honarium প্রদান করে থাকেন।
Speak Asia Online একটি World wide online Survey company এর কাজ হচ্ছে Education Sale করা।
বাংলাদেশে সম্প্রতি এটি শুরু হতে যাচ্ছে। বর্তমানে ফিলিফিন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অত্যন্ত সফলভাবে কাজ শুরু হয়েছে। Speak Asia Online এর প্রোডাক্ট বা পন্যটি হচ্ছে Online Education. উদাহরণ স্বরূপ- বাংলাদেশে বিদেশী বিভিন্ন ম্যাগাজিন, পত্র-পত্রিকা, প্রতি সপ্তাহে সপ্তাহে আসে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন ম্যাগাজিন, পত্র-পত্রিকা বর্হিবিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ হয়ে থাকে। এগুলির জন্য উভয় দেশের মধ্যে টাকা পয়সা বা ডলার বিনিময় হয়। উক্ত ধরনের Education ক্রয়-বিক্রয় বাংলাদেশ সহ বিশ্বের অন্য কোন দেশের সরকার কোন প্রকার ট্যাক্স, ভ্যাট আরোপ করে না।
কেননা এটি একটি শিক্ষণীয় বিষয়।
আয় করার পদ্ধতি/কনসেপ্ট
ধরুণ আপনি ২০ ডলার রেজিস্ট্রশেন ফি এবং ২০০ ডলার দিয়ে Premium Panellist ক্রয় করে কোম্পানীর জরীপ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
পরবতী প্রতি সপ্তাহে আপনার User আইডি তথা E-mail ঠিকানায় ২টি করে ডাটা ফরম আসবে। উক্ত ডাটা ফরমে বিশেষ কিছু সাধারণ জ্ঞানের অথবা পন্য সর্ম্পকে কিছু প্রম্ন আসবে। যে পন্য সর্ম্পকে আসবে সেটি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে উক্ত পন্যের গুনাগুন সর্ম্পকে প্রশ্নে ইয়েস বা নো (টিক মার্ক) করে যাবেন।
আর উক্ত পন্য ব্যবহার না করলে Not Applicable বা N/A (টিক মার্ক) করে যাবেন। এবং আপনাকে ইহার সম্মানী বাবদ প্রতি সার্ভে ফরমে ১০ ডলার করে ঐ সপ্তাহে মোট ২০ ডলার প্রদান করা হবে। এভাবে ৪ সপ্তাহ বা ১ মাস কাজ করলে পাবেন ২০*৪=৮০ ডলার বা ৫,৬০০/- টাকা (পাঁচ হাজার ছয়শত টাকা)।
টাকা পাওয়ার পদ্ধতিঃ
প্যানেল লিস্টে অর্ন্তভূক্ত হওয়ার সময় প্রত্যেককে ১টি করে ই-মেইল এড্রেস এবং ১টি ব্যাংক একাউন্ট নম্বর ও এর ঠিকানা দিতে হবে। সার্ভে ফরম পূরণের ইনকামগুলির সপ্তাহে সপ্তাহে জমা হবে যা মাস শেষে পরবর্তী মাসের প্রথম ৭ দিনের মধ্যে আপনার স্বীয় ব্যাংক একাউন্টে চলে আসবে।
আপনি তা বাংলাদেশী টাকায় উত্তোলন করতে পারবেন।
এই কোম্পানী সম্পর্কে আরো জানতে ভিজিট করুন- http://www.speakasiaonline.com
এছাড়া আমাকে mail করতে পারেন আমার একটি টিম কুমিল্লাতে কাজ করতেছে। ভালো লাগলে মন্তব্য করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।