পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
নিউজল্যান্ডকে ৪/০-তে পরাজিত করে সাকিবুল হাসান ভুলে গেছে যে এক মাঘে শীত যায় না। ক্রিকেটে যে সবারই ভাল দিন খারাপ দিন যায় এটা ভুলে গিয়ে উল্টা পাল্টা কমেন্ট করলে যে পরে বিপদ হতে পারে, সেটা ভুলে গেলে চলবে না। উল্টা পাল্টা বক্তব্যের কারণে পুরো দেশবাসিকেই লজ্জা পেতে হতে পারে, কিংবা কথা শুতে হতে পারে।
চলতি টেষ্টের প্রথম দিনে ইন্ডিয়া ২ উইকেটে ৩২০ রান করলে নিউজল্যান্ডকে যা ইচ্ছা তাই বলে কমেন্ট করা শুরু করল সবাই। সেদিন রাতে বাংলাদেশের ক্যাপটিনের মতামত জানতে ভারতীয় বাংলা দৈনিক 'আজকাল' সাকিবুল হাসান কে ফোন দিলে সাকিবুল যা বলেছে তা ভবিষ্যতে কেবল সমালোচনাই বয়ে আনবে। ভাল কিছু বয়ে আনবে না। কারণ বাংলাদেশ এখনো অস্ট্রলিয়া হয়ে যায় নি, তাছারা অস্ট্রলিয়াও গতকাল একাধারে ৭ ম্যাচ হেরে গেল।
অস্ট্রলিয়া একাধারে ২২ ম্যাচ জিতেও এমন বক্তব্য রাখেনি যা আমাদের সাকিবুল করেছে তাও আবার বিদেশী পত্রিকায়।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।