পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
কি করমু কন? সারাদিনে কাম নাই, রাতেও কাম নাই। মাঝে মধ্যে একটু আধতু কাম থাকলে দুরুতু সারিয়া ফেলে ঘড়ে চইলা আসি, কারণ আমার ঘড় ছাড়া আমার আবার ভালা লাগে না, মানুষে আবার বলে আমার ঘর নাকি হ্যাভি।
আপনেই কন, সারা দিন ঘরে কি ভালা লাগে কোন কাইজ কাম ছাড়া, তাই চাতক পাখির মত বইসা বইসা দিন গুনতে থাকি কখন আইব টাইগারগো কিরিকেট খেলা।
আপাতত তাইগারগো কোন খেলা নাই।
তাই তার প্রক্সি দিতে হচ্ছে সাকিবুলরে দিয়া। আমাগো সাকিবুল খেলতে গেছে কাউন্টি তাতে মনে হয় আমার আনন্দ সাকিবুলের চেয়েও বেশি। প্রতিদিন খেলার স্কোর ত ডেখিই তার পর আবার নিয়মিত চোখরাখি কাউন্টির রেজাল্ট প্লাস রেকর্ডের দিকে। আমার বিশ্বাস সাকিবুল সবগুলা ম্যাচ খেলার সুযুগ পেলে অনেক ভালা পারফরম্যান্স করতে পারব। সিরিজ সেরা হবারও স্বপ্ণ দেখি আমি।
কিন্তু সেটা আর সম্ভব না, কারণ সাকিবুল টিমের সাথে যোগ দেবার আগেই প্রতি টিমের ৮ টা করে ম্যাচ খেলা হয়ে গেছে। তাই এবার আর তেমন কিছু আশা করি না, তবুও সিরিয়ালে আসে কি না সেটা দেখার জন্য প্রতিদিন রেকর্ড বোর্ড চ্যাক করি।
যাওকগা, কামের কথা হচ্ছে, সাকিবুলের টিম এখন সারে'র সাথে চার দিনের ম্যাচ খেলছে। সাকিবুলের টিম ৯ দলের মধ্যে ৬ নম্বরে আছে, কাজেই আজকের ম্যাচ জেতা সাকিবুলদের খুবই দরকার। আর সেই গুরুত্বপুড়্ন ম্যাচে জয়ের দিকেই এগুচ্ছে সাকিবুলের দল ওয়ারচেষ্টাশায়ার।
প্রথমে ব্যাট করতে নেমে ওয়ারচেস্টাশায়ার ৩০৮ রান করে সাকিবুল করে মাত্ড়১৮ রান, পরে সারে ২৫৯ রানে অলআউট হয়ে যায়, সাকিবুল ২০ ওভারে ৬০ রান দিয়ে ২ উইকেট নেন। এরপর ২য় ইনিংসে ওয়ারচেস্টাশায়ের ৩১৯ রান করে, সাকিবুলের সংগ্রহ ৩৪ বলে ৩৪। সাকিবুলের দল ৩৬৯ রানের লিড পায়। ২য় ইনিংসে ব্যাট করতে আসলে সারের ব্যাটিং এ ধস নামিয়ে দেন আমাগো সাকিবুল। ৭ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন।
সাকিবুলদের জয়ের জন্য দরকার আর মাত্র ৬ উইকেট হাতে আচে পুরো একদিন। জয়টা আশা করতেই পারে সাকিবুলরা। Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।