আমাদের কথা খুঁজে নিন

   

কি জঘন্য!!!! কি জঘন্য!!!!!!!

আ মা র আ মি

কি অদ্ভুদভাবে ইভটিজিংকে কেন্দ্র করে ব্লগে নোংরামী শুরু হয়ে গেল। আমি সত্যি অবাক হয়েছি। ইভটিজিং নিয়ে লেখার মধ্যেই মেয়েদের পোষাক নিয়ে, তাদের শরীরের বর্ননা দিয়ে কি বিশ্রী আলোচনা শুরু হয়েছে। যারা এগুলো করছেন, সত্যি করে বলুন তো, এই কথাগুলো ঠিক এইভাবে আপনি কি আপনার মাকে বলতে পারবেন? অথবা আপনার বোনকে? (একটা উদহারন: Click This Link) ছাগুগুলো এই উছিলায় আসছে বোরকা পড়ার ফতোয়া নিয়ে আর কিছু আবাল সেই ব্লগে গিয়ে প্লাস দিচ্ছে, মন্তব্যও করছে সেই পোস্টের পক্ষে। একবারও ভেবে দেখছে না পুরা বিষয়টাই সংস্কৃতির উপর।

সময়ের সাথে সাথে সংস্কৃতি পাল্টায়। হ্যাঁ, সে সংস্কৃতির লাগামটা আমাদের হাতে রাখতে হবে, যেন সেটাকে আস্তে বা জোরে, ডানে বা বামে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু তাই বলে আমরা তো নিজেদের উল্টো মধ্যযুগে নিয়ে যেতে পারি না। তবে হ্যাঁ, সেই সংস্কৃতির পরিবর্তনের সাথে সাথে নিজেদের চিন্তার, মানসিকতার পরিবর্তনটাও জরুরী। সাংস্কৃতিক পরিবর্তনের নিয়ন্ত্রণ আর পরিবর্তনের সাথে সাথে নিজের চিন্তার মানসিকতার পরিবর্তন- এ দুটোর সমন্বয়টা ঠিক মত হলেই পোষাকের কারনে ইভ টিজিংয়ের মত কোন ঘটনা ঘটবে না।

এই বোরখা পড়ার উপদেশ দেওয়া পোস্টগুলা দেখে আমার কি মনে হয়েছে জানেন, মনেহয়েছে যে মানুষগুলো এই ব্লগে এমন বিশ্রীভাবে মেয়েদের নিয়ে কথা বলতে পারে তারাই পারে রাস্তায়, বাসে সুযোগ পেলেই ইভ টিজ করতে। আবার কেউ কেউ আছে যারা প্রকাশ্যে ইভ টিজ করতে পারে না তারা এই ব্লগে বেনামে ইচ্ছামত ইভটিজের স্বাদটা মিটায়ে নিচ্ছে। আর ব্লগের মডুও সেই পোস্ট মুছে ফেলে না, কারন পোস্টে এই ফালতু উপদেশটার সাথে কিছু ভালো কথাও তো আছে। আর হাজার হলেও ইভ টিজিং একটা বড় ইস্যু, এটা নিয়ে আলোচনার পোস্ট তো মুছে দেয়া যায় না। মধ্যএই ব্লগে অনেক নারী ব্লগাররা আছেন।

ঐ লেখাগুলো পড়ে আবার নিজেরই যেমন ঘেন্না লেগেছে না জানি তাদের কতটা খারপ লেগেছে। এই নোংরা পোস্টগুলো লিখে বা নোংরা মন্তব্যগুলো করে আপনারাও যে ব্লগে ইভটিজিংই করছেন তা কি একবার ভেবে দেখেছেন? বি;দ্র: সামু কতৃপক্ষ ইভটিজ প্রতিরোধ ক্যাম্পেইনে যে লেখাগুলো সংকলিত করেছে তার প্রথম পাতায় যে ১৫ টা পোস্ট পেলাম তা থেকে ২ টা পোস্টের লিংক দিলাম। একটু দেখুন তো এগুলো কি ইভটিজিং প্রতিরোধ বিষয়ক পোস্ট, নাকি ইভটিজিং করা পোস্ট। লিংক ১: Click This Link লিংক ২: Click This Link _____________________________________________ ছবি: http://bdoza.wordpress.com/category/politics/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.