রাজধানীর বনানীতে একটি আবাসিক হোটেল কক্ষে স্ত্রীকে হত্যা করে স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গতকাল সকালে হাসান আলী শাহবাগ থানায় গিয়ে স্ত্রী নীলা মেহরুনকে শ্বাসরোধ করে হত্যা করার কথা জানায়। পুলিশ তাকে গ্রেফতার করেছে। হাসান আলী গাজীপুরের একটি টেক্সটাইল মিলের কোয়ালিটি কন্ট্রোলার।
জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর লাহিড়ীবাড়ির বাসিন্দা হাসান আলী।
সে ৮ মাস আগে বাড্ডার মোল্লারটেকের বাসিন্দা নীলাকে বিয়ে করে। বিয়ের পর তারা গাজীপুরে বসবাস শুরু করে। প্রায় দু’মাস আগে হাসান জানতে পারে নীলা বাড্ডার জনৈক রাজুর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এ ঘটনা নিয়ে দু’জনের ঝগড়ার পর নীলা বাড্ডায় মায়ের বাসায় চলে যায়।
গত মঙ্গলবার হাসান নীলাকে মোবাইল ফোনে দেখা করতে বলে।
নীলাকে নিয়ে হাসান সারাদিন পার্কে ঘুরে বেড়ায়। বিকালে তারা বনানীর আবাসিক
হোটেল পূর্ণিমায় ১০১ নম্বর কক্ষ ভাড়া নেয়। রাতে পরকীয়ার ব্যাপারে তাদের মধ্যে কয়েক দফা ঝগড়া হয়। গতকাল ভোরে একই কারণে ঝগড়ার পর হাসান হোটেল কক্ষের জানালার পর্দার পাইপ দিয়ে নীলার মাথায় আঘাত করে। এতে নীলার মাথা ফেটে রক্ত বেরুতে থাকে।
একপর্যায়ে হাসান নীলাকে শ্বাসরোধে হত্যা করে বলে পুলিশকে জানায়।
হাসান আরও জানায়, ভোর সাড়ে ৫টার দিকে নীলার লাশ হোটেল কক্ষে রেখে সে নাস্তা আনার কথা বলে হোটেল থেকে বেরিয়ে যায়। সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে হাসান আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শাহবাগ থানায় গিয়ে ডিউটি অফিসারের কাছে আত্মসমর্পণ করে। নীলার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শাহবাগ থানায় মামলা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।