আমাদের কথা খুঁজে নিন

   

হলুদ হলুদ কমলায় টববগে করে ওঠে পৃথিবীর পুরনো বনানীর গান// শাফিক আফতাব//

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

রাত্রির গভীর সফেদ বিছনায় হামাগুড়ি দেয় একজোড়া হলুদ কমলা,
সুন্দরের স্পর্শে ঘ্রাণে মেধাবী ছাত্রের মতোন ভালোবাসা চায় কর্তৃকারকের,
ভালোবাসার জলে ধুয়ে বড় পবিত্র হতে চায় আজকের
রাত্রিঘিরে। আজ সে ভাঙতে চায় সকল বাধা বিপত্তি , সিন্ধুকের তালা।



অনুশাসনে সে আজ প্রশমন করতে চায় না মন।
সে অন্তগর্ত সুন্দরের টানে রাত্রির যামে বুকের খামে দিতে চায় ভালোবাসা।
আজ সে সকল চাওয়া পাওয়া পরিপূর্ণ করতে চায় প্রতিটি অনুক্ষণ __
জীবনের সকল সঞ্চয় দিয়ে সে আজ খেলবে পাশা।

কমলার ভেতরে থাকে ঠাস বুননের পুলকের কোয়া
কোয়াগুলি চায় স্পর্শের পুরাণ, আমি ভালোবাসার জলে ধোয়া
হাতে এক আবহমান আদিম গানের ব্যঞ্জনায তারে মুখর করে তুলি,
আমি অমনি সফেদ বিছনায় কোলে আসে আন্তর্জাতিক ভাষার সুমধুর বুলি।

রাত্রি গড়ায, হলুদ হলুদ কমলায় টববগে করে ওঠে পৃথিবীর পুরনো বনানীর গান
আজ কার যেন আহবানে পাশার বাগিচায় গিয়ে হেরে অাসি অধ্যাপকের মান-সম্মান।


২৬.০২.২০১৪

হলুদ হলুদ কমলায় টববগে করে ওঠে পৃথিবীর পুরনো বনানীর গান//
শাফিক আফতাব//

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।