সব সময়ই দেখি যে কোন কারণে ছেলেদের দোষারোপ কর হয়; চলুন ভাই দেখা যাক ১০০% দোষ ছেলেদের নাকি মেয়েদের চলাফেরাও খারাপ।
১। সকাল বেলা বাসের জন্য লাইনে দাড়িয়ে যখন বাস সাহেবটি আসলেন বাসের হাতল ধরেছি। মনে হল কেও একজন আমার বগলের তলা দিয়ে উঠছে। সামনে উঠার পর দেখি মহিলা/মেয়ে জানি না কি হবে।
আমার স্বভাব পেছনের ছিটে বসা। খেয়াল করলাম যারা ছিট পাননি উনারা মেয়েটি যেখানে বসেছে সেখান থেকে সরছে না। বুঝলাম না ঘটনাটা; বুঝতে পারলাম নামার সময়। মেয়েটের ফ্যাসানএবল ইয়াবড় সাইজের ব্রার কোনা ঘষা ফাকা গলার জামা। উড়নাটা যায়গা মত থাকলে এতটা ভিড় হত না; যেহেতু জায়গা মত নেই তাই এই দৃশ্য।
২। বাস থেকে নেমেই হাটছি দ্রুত অফিসে ঢুকতে হবে। আস্তাগফিরুল্লা বল্লেও আর চোখ ফেরাতে পারলাম না। দর্জিব্যটার কাপড় চুরির ফলে অত্যন্ত শর্ট ঝুলের জামা আর সুতার মূল্য বৃদ্ধিতে অত্যন্ত পাতলা কাপড়ের কারনে। আর সেমিজ বা গেঞ্জি নামক যেটি ছিল সেটি না পড়ে সোজা ব্রা পড়ে নিয়েছেন।
আল্লহর রহমতে স্বাস্থ্যবতী হওয়ার ফলে যা দৃশ্যমান হওয়ার কথা তার একটুও ব্যতিক্রম হয়নি।
কেউ যদি বলেন আমি কখনও এই সবের দিকে নজর দেই না; আপনি কোন নজর দিচেছন- আমার মনে হয় সেটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথা। এটা খোদা প্রদত্ত সেক্সুয়াল ব্যাপার যা ইচ্ছা করলেই এড়ানো সম্ভব না।
এই সমস্ত মেয়েরা সমাজের ভাইরাস__ এদরে কে টিজ / খারাপ কথা সহ যাই বলেন না কেন এরা ফ্যাসন ফ্যাসন মনে করে কিছুই বলবে না; বরং ইনজয় করবে; আর যদি বাসে/রাস্তায় ধাক্কা দেয়া সহ কিছু হাতও লাগিয়ে বসেন তা হলেও এরা কিছু মনে করবে না। কারণ স্যাটালাইটের যুগে এরা ইনজয় হিসেবেই গ্রহণ করবে।
এদের মধ্যে সদ্য উচ্চবিত্ততে প্রবেশকারী কিছু অসৎ লোকের মেয়রা আর মধ্যবৃত্ত কিছু শৃঙ্খলহীন ঘরের মেয়রাই বেশী।
এই সমস্ত মেয়েদের দেখে কিশোর তথা উঠতি বয়সের ছেলেরা পাড়ার মেয়েদের প্রেমের প্রস্তাব তথা প্রেমের নামে অসামাজিক কাজের প্রস্তাব দেয়। ভাল কথায় রাজি না হলে বিভিন্ন রকম হুমকি ধামকি সহ খুন খারাবি করে থাকে ফিল্মি স্টাইলে।
সরকার এক রিপোর্ট এ সরকার ধর্মীয় পোষাকের বিরুদ্ধে রুল জারি করলেও চোখের সামনে এ ধরনে ড্রেসের মেয়েদের হরহামেসায় দেখাগেলেও এদের বিরুদ্ধে কোন রুল জারি বা ব্যবস্থা নেন না। আবার মন্ত্রী'রা সংসদে বলেন কুৎসিত মেয়েরাই বোরখা পড়ে-- এ ধরনের বিভিন্ন উক্তি।
ইভটিজিং যখন সামাজিক ব্যধিতে রূপ নিচ্ছে তখন এটির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্তা নিতে হবে তথাপি শরীর প্রদর্শনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।