তুমি মুক্ত মানুষ, তুমি ওখানে বসে আছ কি করতে- চলে এসো আমার দিকে। প্রিয়,
আমি এসেছি তোমাদের বলতে,
আমি জড়ো হয়েছি সস্থা জনপ্রিয়তার জন্য,
উন্মত্ত খেলা খেলতে।
এখন আমি উন্মাদ,
আমি, সাথে আমার দুর্গন্ধময় কালো হাত,
তাই আমি ধরাকে সরা জ্ঞান করি, আমি বিশ্বাস করি আমি চালাক, তোমরা বোকা,
আমি সবাক তোমরা বোবা। আমি উচ্চস্বরে গান করি, আমার মিথ্যেকে সত্য করি,
তোমাদের স্বর চেপে ধরি, তাই তোমাদের স্বর ক্ষীণ।
আমরা তোমাদের তাই দেখাই, যা আমরা দেখাতে চাই,
তোমরা যদি সব বুঝতেও পার, আমরা করি কেয়ার তোরাই,
আমরা বলবান, তোমরা দ্বীন।
আমরা তেল চকচকে, চর্বি জমা গালে খেলো হাঁসি,
তোমরা আপাতমস্তক জরাজীর্ণ।
আমি ভুলে যাই, হ্যাঁ আমি ভুলে যাই,
আমি হাগি, আমি মুতি, আমারও পিপাসা পায়, ক্ষিদা লাগে,
আমার দুটি পা, দুটি হাত, দুটি চোখ আর একটি মুখে একটি মাত্র জিহ্বা,
আমি ভুলে যাই, আমি সাধারন এক মানুষ মাত্র,
তবু আমি ধরাকে সরা জ্ঞান করি, অকারণ খিস্তি-খেওর করি,
কারণ আমি উন্মাদ, আমার পেছনে আছে অনেকগুলো দুর্গন্ধময় কালো হাত।
আমি ক্লান্ত তবু খুশী, কারণ আমি, তুই, তুমি, সে, আপনারা, তোমরা আমরা সবাই হুজুগি।
আমি সার্থক, কারণ.................................। হুজুগি... হুজুগি......হুজুগি...রে......হুজুগি বন্ধু... হুজুগি
অপ্রিয়,
আমি জানি তুই এখন গাঁজার ঘোরে,
তাই প্রলাপ বকছিস এমন করে
রামের নেশাও আছে, আছে হুইস্কি আর স্কচের।
কিছুটা সময় নেবে বৈকি, তবু তর নেশা কাটবে।
সময় হয়ে এলো বলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।