আমাদের কথা খুঁজে নিন

   

কুকুরে লেজ নাকি টানলেও সোজা হয় না। একটি পাকি+ক্রিকেটিয় পোষ্ট।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

এই মুহুর্তে টিভি সেটের সামনে বসে যারা পাকিস্থান ভার্সেস সাউথআফ্রিকার তৃতীয় ওডিআই দেখছেন বিষয়িটি তারা খুব তারাতারিই বুঝতে পারবেন। প্রথম দিকে দুই উইকেট হারিয়ে সাউথআফ্রিকা কিছুটা চাপে পরেগিয়েছিল। সেই চাপ থেকে বেরিয়ে আসতে যা করার দরকার ছিল তাই করে যাচ্ছিলেন হাসিম আমলা ও ভিলেয়ার্স। ওদিকে তাদের আরো চাপে ফেলতে পাকিদের দরকার ছিল আরো একটা উইকেট।

কিন্তু প্লেয়ারদের সবরকম চেষ্টা ব্যার্থ হয়ে গেলে এবার শুরু হলো আম্পেয়ারদের চেষ্টার পালা। ইনিংসের ১৬তম ওভারের দ্বিতীয় বল শহীদ আফ্রিদী ভিলেয়ার্সের উদ্দেশ্যে ছুরে মারেন, ডিভি কিছুটা ফ্রন্ট ফুটে খেলতে আসলে তার পা ক্রিজ থেকে বেরিয়ে পরলেও যথা সময়ে ক্রিজে ফিরিয়ে নেন। ঠিক এই মুহুর্তে উইকেট রক্ষক জুলকার নাইন ষ্ট্যাম্প ভেংগে ফেলেন, এবং জুড়ালো আবেদন করেন। আম্পেয়ারিং এর দায়িত্বে থাকা পাকিস্থানী আলিমডার একে আওট দেয়ার দায়িত্ব মনে করেন কিন্তু সাহসে কুলিয়ে উঠতে না পেরে তার দায়িত্ব দেন ঘরের ভিতরের অপর পাকিস্থানি 'জামির হায়দারে'র নিকট। তিনি এটাকে ঈমানি দায়িত্ব মনে করে দুনিয়ার সবাইকে নিয়ে বার বার রিপ্লে দেখেন।

ততক্ষনে যারা বুঝার তারা ঠিকই বুঝতে পেরেছেন ডিভি সাহেব যথা সময়েই ক্রিজে ঢুকেছেন, এমনকি ধারা বিবরণির দায়িত্বে থাকা পন্ডিত গনও ডিভি কে নিরাপদ বলেই ঘোষনা দিলেন। কিন্তু পাকিস্থানের আম্পেয়ার 'জামির' সাহেবের ঈমানি দিয়িত্ব উৎলে উঠল, এবং দুনিয়ার সকলকে যারা রিপ্লে দেখতেছিলেন তাদেরকে অন্ধ সাব্যস্ত করে ডিভি সাহেবকে আওট ঘোষনা দিয়ে মাঠের বাহিরে ব্রেন্চে গিয়ে বসতে বললেন। ক্রিকইনফোর রিপোর্টারগনও বলটে লাগলেন ডিভি ইজ আনলাকি, আরো বলতে লাগলেন এই আওট টি সমালোচনার রাস্তা খুলে দিল। কি দরকার ছিল এই আওট টির?? এই আওটে খেলার ওপর কোন প্রভাবই ফেলবে না। এটি কোন ম্যাচ উইনিং উইকেট ও ছিল না।

তবে কেন এই রকম আউট দিয়ে খেলার মান কমিয়ে দেয়া। আর ঘটনাটা এমন সময় ঘটল যখন পাকিস্থান টিমের অস্তিত্ব নিয়েই কথা উঠছে, তাই এবার যদি লোকেরা বলে, কুকুরের লেজ নাকি টানলেও সোজা হয় না। তখন কি জবাব দেবার মত কিছু আছে????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.