যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
টিভি চ্যানেল খুলেই দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনার একঠি বিকৃত প্রচারণা । বাংলাদেশ বলেই কি সম্ভব । রাষ্ট্র দাড়িয়ে যায় জননের বিপক্ষে ?? সরকার তার ক্ষমতায় মিথ্যে কিছু তথ্য সহ একটি বুলেটিন প্রচার করছে । এই কি একুশ শতকের পৃথিবী?? যদি নিরপেক্ষ অবস্থান থেকেও বলি, যে মামলা এখন বিচারাধীন সেই মামলা কি এমন প্রচারণায় প্রভাবিত হবে না ??
মানুষ কি করে ভুলে যায়, তার অস্তিত্ব? তার সংগ্রামের ইইতহাস ??
ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু কি একটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান ??
তবে কি এই মামলা রাষ্ট্র বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় ?? তা নয় বরং এই মামলা এখন রাষ্ট্র বনাম দেশের একমাত্র রক্ষাকারী বহু ক্যু আর ক্ষমতা হরণের দেশপ্রেমিক দের ।
টিভি চ্যানেল গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে চমৎকার(!!!) প্রচরণা!! সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ । আজ শেয়াল আর কুকুরে অধীন আমরা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।