আমাদের এলাকায় রাস্তার পাশে একটি আমগাছ আছে ।
বিকাল বেলা সে আমগাছটির পাশে বসে ছিলাম তখন দেখি কিছু মাদ্রাসার ছেলে গাছ থেকে আম পারতেছে আর পাশে কিছু লোক তাদের নিয়ে খারাপ মন্তব্য করতেছে। তারা বলতে ছিল মাদ্রাসার ছেলেরা নাকি সাধারণ ছেলেদের থেকে বেশি শয়তান।
গাছটা ছিল মালিকানাধিন। যখন মাদ্রাসার ছেলেরা আম পেরে নিয়ে যেতেছে তখন কিছু সাধারণ ছেলেরা এসে তাদের কাছ থেকে আমগুলো কেরে নিল এবং তাদেরকে মারধর করলো।
মাদ্রাসার ছেলেরা মার খেয়ে চলে গেলো। সাধারণ ছেলেগুলো আমগাছে ঢিলা ঢিলা করে আম পারতে লাগলো । ঢিলা ঢিলির এক পর্যায়ে একটি ঢিল এসে পরল সেই আলাপরত লোকদের একজনের উপর।
কিছু লোক আছে যারা মাদ্রসার ছেলেদের দেখলে জলে উঠে যেমন জলে উঠে শয়তান ফেরেস্তাদের দেখলে।
আমি খেয়াল করে দেখছি যে সধারন ছেলেদের থেকে মাদ্রাসার ছেলেরা একটু ভদ্র হয়।
আমি সবাইকে আনুরধ করব মাদ্রাসার ছেলেদেরকে কেউ যাতে অবহেলা না করে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।