আমাদের কথা খুঁজে নিন

   

জামাতের প্রপাগান্ডা থেকে সাবধানঃ ব্লগার মানেই ইসলাম বিরোধী নয়

গতকাল আমার এক যুক্তরাষ্ট্র প্রবাসী মামার সাথে কথা বলে মনটা খুব খারাপ হয়ে গেল। তার ধারনা ব্লগে যারা লিখে তারা সবাই নাস্তিক। আল্লা-খোদা মানেনা, ইসলাম নিয়ে কুকথা বলে গালি দেয়। এটাই নাকি আজকের আধুনিক ব্লগারদের অন্যতম ফ্যাশন। আমি মামাকে খুব বুঝালাম।

ব্লগ মানে তা নয়। ব্লগ হল উন্মক্ত এক বিশ্ব। যেখানে সবার বাক স্বাধীনতা আছে। এখানে প্রতিটা মানুষ তার ভাবনার কথাটা অন্যজনের সাথে শেয়ার করতে পারেন। সেই মানুষিট এই ব্লগে গল্প লিখেন, কবিতা লিখেন,রাজনৈতিক বিষয় নিয়ে লিখেন, ধর্ম নিয়ে লিখেন..মোট কথা একজন সুস্থ মানুষের মস্তিষ্ক থেকে উৎপন্ন যে কোন সরস নিরস বিভিন্ন বিষয়াদি এই ব্লগে স্থান পায়।

ব্লগে শুধুমাত্র নস্তিকদের কলমের চর্চা হয় তা সম্পূর্ণভাবে একটা ভূল ধারনা। ব্লগ নিয়ে অনেক কথা বলার পর বুঝতে পারলাম যে মামার মনটা মোমের মত ধীরে ধীরে গলতে শুরু করেছে। এবার সাহস করে ফস্ করে মামাকে জিজ্ঞেস করে বসলাম, " মামা, ব্লগে শুধু নাস্তিকদের বসবাস এই ধারনাটা তুমি কোথায় পেয়েছ?" মামার সোজা সাপ্টা উত্তর , "কেন? ঐযে রাজীব ছেলেটা যাকে খুন করা হল সে নাস্তিক ছিল না? পত্রপত্রিকায়তো সেরকমই দেখেছিলাম"। এবার রহস্যের জালটা খুলতে শুরু করল। ব্লগারদের বিরুদ্ধে জামাত শিবির এর প্রপাগান্ডার কথাটা চট করে মাথায় এল।

শাহবাগের আন্দোলনকে নাস্যাৎ করার জন্য জামাত শিবির এর ক্যাডাররা এখন উঠে পরে লেগেছে। "শাহবাগ এর তরুন প্রজন্মরা ইসলাম বিরোধী" এই মিথ্যা অপপ্রচার চালিয়ে জামাত শিবিররা তাদের শেষ অস্ত্র হাতে নিয়ে মাঠে নেমেছে। চতুর এই জামাতে ইসলাম দলটি এখন সুকেৌশলে সারা দেশ এবং গোটা বীশ্বে প্রমান করতে চাইছে যে দলটি ইসলাম ধর্ম রক্ষায় নিবেদিত একটি দল। ৭১ সালের তাদের যাবতী কুকীর্তি ধামাচাপা দেয়া, ইসলামের সেবক হিশেবে নিজেদের আত্বপ্রকাশ করা, এবং সর্বপরি তারা চাইছে সাধারন জনগনের মাঝে গ্রহনযোগ্যতা তৈরি করতে দলটির যা প্রয়োজন তা করার ইস্পিত লক্ষ্য অর্জন। বাংলাদেশের সহজ সরল ধর্মপ্রাণ মুসলমানদের মনে শাহবাগ আন্দোলন মানেই ইসলাম বিরুধী আন্দলোন, ব্লগে যারা লিখে তারা সবাই নাস্তিক ইত্যাদি অপপ্রচার গুলো সুকেৌশলে গেঁথে দেয়ার জন্য জামাত শিবিরের এর ক্যাডাররা তৎপর হয়ে উঠেছে।

আমরা সবাই জানি জামাত ই ইসলামীর সাথে আমাদের পবিত্র ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই। যে দলটি প্রকাশ্যে আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছিল, আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছিল, ৩০ লক্ষ্য শহীদদের রক্ত দিতে হয়েছিল সেই জামাত ইসলামির এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধীকার নেই। সেই দলটি মানবতার শত্রু, ইসলামের শত্রু, বাংলাদেশের শত্রু। এই নতুন প্রজন্ম শুধু রাজাকারদের ফাঁসিই চায় না, তারা চায় জামাতে ইসলামকে বাংলার মাটি চিরতরে বিদায় করে এই মাটি পবিত্র করতে। আমরা জানি এই আন্দোলনের জয় হবেই হবে।

এ শুধু সময়ের দাবী মাত্র। প্রিয় ব্লগার ভাইবোনরা, কাঁটা দিয়ে কাটা তুলতে হয়। চলুন সবাই জামাত ইসলাম এর আসল মুখোশ আমাদের লেখায় ব্যানারে, গানে কবিতায়, সিনামায় প্রকাশ করি। জামাতিদের মুখোস উন্মোচন করাটা এখন প্রতিটা ব্লগারেরর জন্য পবিত্র দায়িত্ব। জামাত কোন ভাবেই যাতে বলতে না পারে ব্লগার মানেই নাস্তিক, শাহবাগ মনেই নাস্তিকদের আন্দোলন।

বরং জামাত মানেই নাস্তিক, জামাত মানেই হত্যাকারী, জামাত মানেই ইসলাম বিরোধী, জামাত মানেই দেশদোহী, জামাত মানেই রগ কাটার রাজনীতি, জামাত মানেই খুনী ধর্ষক, জামাত মানেই ইসলামের সাথে এদের কোন সম্পর্ক নেই, এবং জামাত মানেই ধর্মকে সামনে রেখে যারা নোংরা রাজনীতির বিষ ছড়াচ্ছে এই বিষয়গুলোর উপর জোর দিয়ে লেখালেখি চালিয়ে যেতে হবে। গতকাল বায়তুল মোকাররাম মসজিদের একজন ইমাম টিভি টকশোতে বললেন, " জামাত ইসলামের শত্রু"। এই তথ্যগুলো যতই আমাদের হাতে আসবে ততই আমাদের লাভ। চলুন তথ্যগুলো আরো জোরালো ভাবে ৫৬ হাজার বর্গমাইলের ছড়িয়ে দেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.