বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
একটা ব্যাপার সাম্প্রতিক কালে এক্কেবারে ফিলিপস বাততির মতো ফকফকা হয়েছে যে জামাতের খুনীরা পূত পবিত্র মানুষ। এরা কোন খুন খারাবিতে কোন কালে ছিল না। ১৯৭১ সালে তাদের কুকীর্তির কথা এরা বেমালুম চেপে থাকে। তাই বলে, ধর্মের কল কি আর বন্ধ হয়? জামাতীদের কুকর্ম ঢাকা থাকে না। আওয়ামী লীগ কি করেছে আর বিএনপি কি করেছে-এই ধান্ধায় যদি জামাতীদের পাপ ক্ষয় হতো তাহলে তো কোন সমস্যাই ছিল না।
কিন্তু তা কি আর হয়? ইতিহাসের পাতা কি আর বদলানো যায়?
পড়ে দেখুন পিডিএফ ফরম্যাটে ১৯৭২ সালের পত্রিকার কার্টিং। সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার হত্যা মামলা আর পাকিস্তানীদের দালালীর অপরাধে জামাত নেতা খালেক আর ইউসূফের শাস্তির কথা। সশ্রম কারাদন্ড আর যাবজ্জীবন শাস্তি যারা পেয়েছিল তারা সামরিক শাসক জিয়ার বদান্যতায় পূর্নবাসতি হলো। আর তার স্ত্রীর আনুকূল্যে ক্ষমতার মিঠাই মন্ডা খাওয়ার সুযোগ পেল। মৌলবাদী জামাতীদের ধর্মীয় ও রাজনৈতিক কুকীর্তির একটি প্রামান্য প্রতিবদেন বেরিয়েছিল আড্ডার ইংরেজী ভার্সনে।
আবারও পড়ে দেখত পারেন যারা খুব স্মৃতি বিভ্রমে ভুগেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।