আমাদের কথা খুঁজে নিন

   

টেলিফিল্ম

বিকেলে ভোরের আলো

এটিএন বাংলায় বিকাল ৩টা ৫ মিনিটে রয়েছে টেলিফিল্ম 'বিকেলে ভোরের আলো'। আশীষ রায়ের রচনায় এটি পরিচালনা করেছেন আল হাজেন।

 

কি যাদু করিলা

একুশে টিভিতে বিকাল ৪টা ৫ মিনিটে টেলিফিল্ম 'কি যাদু করিলা'। কামরুল হুদার রচনা ও কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনায় এতে অভিনয় করেছেন চম্পা, ডা. এজাজ, খালেদা আক্তার কল্পনা, দিবা, মৌরী প্রমুখ।

 

শোধ

এস এ টিভিতে বিকাল ৩টায় টেলিফিল্ম 'শোধ'।

এস এ হক অলিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, নওশিন, মৌসুমী হামিদ প্রমুখ।

 

গ্রিন কার্ড

চ্যানেল নাইনে দুপুর ২টা ৩৫ মিনিটে টেলিফিল্ম 'গ্রিন কার্ড'। রচনা ও পরিচালনা তৌহিদুর রহমান রুবেল। অভিনয়ে মৌসুমী নাগ, উজ্জল মাহমুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইলোরা গহর, হাসান রবি প্রমুখ।

 

চা অথবা কফি

মাছরাঙা টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম 'চা অথবা কফি'।

রচনা লিটু সাখাওয়াত, পরিচালনা সাজিন আহমেদ বাবু এবং অভিনয়ে মোশাররফ করিম, অর্ষা, ভাবনা প্রমুখ।

থিম সং

এনটিভিতে দুপুর ২টা ৩৫ মিনিটে রয়েছে টেলিফিল্ম 'থিম সং'। আদনান আদীব খানের নাট্যরূপে টেলিফিল্মটির ভাবনা ও পরিচালনা গোলাম সোহরাব দোদুলের। অভিনয় করেছেন তারিক আনাম খান, রিচি সোলায়মান, চঞ্চল চৌধুরী, আবদুল্লাহ রানা, মাহমুদুর রহমান মিঠু প্রমুখ।

 

ইম্পসিবল ফাইভ

এনটিভিতে রাত ১১টা ১৫ মিনিটে এয়ারটেল নিবেদিত টেলিফিল্ম 'ইম্পসিবল ফাইভ'।

টেলিফিল্মটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। অভিনয় করেছেন ইরেশ যাকের, শম্পা রেজা, মুনিরা মিঠু, এ্যালেন শুভ্র, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।

 

না ভালোবাসিনি

বাংলাভিশনে বেলা ২টা ১০ মিনিটে রয়েছে টেলিফিল্ম 'না ভালোবাসিনি'। রচনা ফারুক হোসেন, পরিচালনা হিমেল আশরাফ। অভিনয়ে পপি, চঞ্চল চৌধুরী, লুৎফর রহমান জর্জ, অশোক ব্যাপারী, সাদাফ হাসনাইন প্রমুখ।

 

পিঁড়ি বদল

চ্যানেল আইতে বেলা ২টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম 'পিঁড়ি বদল'। গিয়াসউদ্দিন সেলিমের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, চঞ্চল চৌধুরী, লাবণ্য লিজা প্রমুখ।

 

ধোঁয়া

চ্যানেল আইতে বেলা ৪টা ৩০ মিনিটে রয়েছে টেলিফিল্ম 'ধোঁয়া'। রচনা ও পরিচালনায় ওয়াহিদ আনাম। অভিনয়ে কুসুম শিকদার, আরিফ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.