Someone become successful and someone not but man loves and will love
টেলিফিল্ম : রঙ্গীন স্বপ্নের মৃত্যু : চরিত্র বিন্যাস
টেলিফিল্ম : রঙ্গিন স্বপ্নের মৃত্যু-১
দৃশ্য-২
সুমা বাড়িতে ফিরে দেখল তাদের বাড়ির উঠোনে তিনজন মুরুব্বী এবং তার বাবা আলীম চেয়ার পেতে বসে আছে।
আলীম : কিরে মা তোর ফিরতে এত দেরী হলো যে ?
সুমা : বাবা, কলেজ ছুটি হওয়ার পর বাড়ি ফেরার সময় আমার এক বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়েছে। তার সঙ্গে কথা বলতে বলতে দেরী হয়ে গেলো।
আলীম : ইচ্ছা। (হাতের লাটাইয়ের দিকে তাকিয়ে) তা বন্ধুর সঙ্গে কি ঘুড়িও উড়িয়েছ?
সুমা : জি¦ বাবা।
মুরুব্বীদের মধ্যে মমিন নামের একজন বলবে।
মমিন : এই তাহলে তোমার মেয়ে ?
আমিন : হু ।
মমিন : বাহ্ বেশ সুন্দর মেয়েতো! সুমা বিস্মিত হলো এবং মমিন তাকে নিয়ে সুন্দর উক্তিটি কেন করেছে তা ভাবার চেষ্টা করলো।
আলিম : মা দাড়িয়ে আছ কেন ওনাদের সালাম কর।
সুমা : (হতভম্ব¦ গলায়) আসসালামু আলাইকুম।
মমিন : ওলাইকুম আসসালাম। মা তোমার নাম কি ?
সুমা : (ইতস্তত ভাবে) জি¦, সুমা।
মমিন : এবার কিসে পড়ছ তুমি ?
সুমা : এবার ইন্টারমিডিয়েটে ফাষ্ট ইয়ারে পড়ছি।
মমিন : ঠিক আছে মা, তুমি ঘরে যাও। (সুমা ঘরের দিকে মাথা নিচু করে ধীরপদে একটু এগিয়ে আবার থমকে দাঁড়ালো)আলীম সাহেব, মেয়েতো আমাদের পছন্দ হয়েছে।
কাল আমার ছেলেটা এসে তোমার মেয়েকে একবার দেখে যাবে। যদি তার পছন্দ হয় তবে বিয়ের তারিখটা চুড়ান্ত করে যাব। বলেই মমিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। মমিনের সঙ্গে আসা দুই ব্যক্তিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।
মমিন : (হাসিমুখে) আসি হবু বেয়াই সাহেব, আবার দেখা হবে।
বলেই মমিন এবং তার সঙ্গে আসা দুই ব্যক্তি সুমাদের বাড়ি ছেড়ে চলে গেলে। সুমা ঘরে প্রবেশ করল এবং সুমার পেছনে আলীম সাহেব ঘরে প্রবেশ করে।
চলবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।