পছন্দঃখেলাধুলা লাশের সারি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।প্রশ্ন হল দায়ী কে? সরকারি দলের নেতা,হিন্দু জমি দখল,ডোবা ভরাট করে রাতরাতি বিল্ডিং,৬ তলার জায়গায় ৯ তলা,ফাটল ধরা পরার পরও জোর করে কাজে পাঠানো,ধ্বস,ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতার অভাব, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রলাপ অবশেষে প্রধানমন্ত্রীর তালিকায় নেতার নাম না থাকা সবকিছুই কি সরকারের চরম দায়িত্বহীনতার পরিচয় দেয় না? ব্যাতিক্রম হল সাধারন মানুষের কর্মৎপরতা।ইনশাল্লাহ এই সাধারন মানুষই পারবে এই বাংলাদেশকে এগিয়ে নিতে।তবে এজন্য প্রয়োজন তারুন্যের গনজাগরন।সেই গনজাগরন হবে ইনসাফ (যার যেখানে যতটুকু অধিকার তা দেওয়া) প্রতিষ্ঠার গনজাগরন। যেখানে তরুন সমাজ কারও দ্বারা প্রভাবিত হবে না।প্রভাবিত হলে শাহবাগের মত তা ব্যর্থ হয়ে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।