আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই কি সাভার?

যা করি স্বপ্নেরও অতীত, বাস্তবতার স্পর্শবিহীন। দূর্ঘটনা ঘটে তবে সাভারেই কি সবচেয়ে বেশি? স্প্রেক্ট্রাম ধ্বসে পড়ল, মানুষ মরলো (বাইপাইল, সাভার), তাজরীন আগুনে পুড়লো, মানুষ মরলো (নিশ্চিন্তপুর, সাভার ), রানা প্লাজা ধ্বসে পড়ল, মানুষ মরল (বাজার বাস স্ট্যান্ড, সাভার)। সাভারের হাজার হাজার গার্মেন্টস, আর লাখ লাখ মানুষ। দেশের প্রায় সব উপজেলার মানুষ সাভার উপজেলায় বাস করে। একজন আসলে তার হাত ধরে জীবিকার তাগিদে তার ভাই-বোন-বন্ধুও আসে। এত সব দূর্ঘটনায় শুধুই কি সাভারের মানুষের মন ভাড়ি হয়? না সারা দেশের মানুষের মনে উৎকন্ঠার জন্ম দেয়? সারা দেশের সব যায়গা থেকে অন্নের সন্ধানে আসা মানুষের আত্মীয় পরিজনেরাও আমাদের সাভারের ধ্বংসলীলায় উৎকন্ঠিত, নয় কি? মালিক পক্ষের অতি মুনাফার লোভের শিকার শুধু সাভার নয়, সারা দেশ। মুনাফাখোর মালিক পক্ষ কি এত দূর্ঘটনা দেখেও শিক্ষা নেবে না? শুধুই কি শ্রমিককে শিক্ষা দেবে? পরিবার/আপনজন/আপন ভুবন ছেড়ে লাশ হবার জন্য, পঙ্গুত্বকে বরণ করে নেবার জন্য শহরে এসেছে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।