সাভারের “রানা প্লাজায়” আক্রান্ত দুঃস্থ মানুষদের পাশে মানবিক সাহায্য নিয়ে যাওয়ার জন্য আমরা একটি টিম গঠন করি ২৬শে এপ্রিল বিকেল বেলা টিমে ছিলাম আমরা ১৩ (তের) জন টিম মেম্বার হিসেবে ছিলেন ফয়েজ , জেসমিন, লাল, লিজ , আজাদ , এবং অন্যান্যরা ত্রাণ হিসেবে আমরা সংগ্রহ করি ১০০ ইউনিট করে মুড়ি গুড় ২ লিটার ও আধা পানি , ৫০ পিস করে টি শার্ট, লুঙ্গী , পেটিকোট ও ম্যাক্সি ত্রাণ ও ত্রাণকর্মী বহনের জন্য আমরা ব্যবহার করি আগপে মিশন স্কুলের স্কুল বাস সকাল ৮:০০ টায় ত্রাণ সামগ্রি নিয়ে আমরা যখন সাভারের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন রাস্তায় গার্মেনস শ্রমিক ও পুলিশের মধ্যে চলছিল চরম উত্তেজনাএই গুলাগুলির ভেতরে জীবনের ঝুকি নিয়ে আমরা পৌছে গেলাম সাভার প্রাথমিক মাঠ জরিপ করে আমরা চিহ্নিত করলাম যে, আমাদের ত্রাণ সামগ্রি আমরা “এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বন্টন করবো আমরা দু’টি দলে ভাগ হয়ে ত্রাণ বন্টন শুরু করলাম পুরুষ দলের নেতৃত্বে রইলো ফয়েজ আহমেদ এবং মহিলা দলের নেতৃত্ব রইলেন অস্ট্রেলিয়ান ভলানটিয়ার লিজ নির্বাচিত ওয়ার্ড গুলিতে আক্রান্ত মানুষদের হাতে আমরা ত্রাণ সামগ্রি পৌছে দিলাম সাভার ট্র্যাজেডি আবারো প্রমান করলো দুঃসময়ে বাংলাদেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ সাভার ট্র্যাজেডি সামাজিক পুজির এক উজ্জল দৃষ্টান্ত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।