বাংলাদেশের শেয়ার বাজার
চিটাগাং ভেজিটেবলের লেনদেনের তথ্য জমা দেয়ার নির্দেশ
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডের লভ্যাংশ ঘোষণা এবং শেয়ারের দরবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এছাড়া এসইসির পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এসইসির পরিচালক হাসান মাহমুদ এবং সহকারী পরিচলক রকিবুর রহমানের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে এসইসি। রোববার এসইসির বাজার পর্যালোচনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষাপটে চিটাগাং ভেজিটেবল কোম্পানির শেয়ার লেনদেনের সমস্ত তথ্য এসইসিতে জমা দেওয়ার জন্য ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত একমাসে চিটাগাং ভেজিটেবল কোম্পানির শেয়ার লেনদেনের সঙ্গে যুক্ত বিনিয়োগকারীদের তালিকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সোমবারের মধ্যে এসইসিকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকার পরও চিটাগাং ভেজিটেবল কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য কিভাবে লভ্যাংশের ঘোষণা দিল সে বিষয়টিও এসইসি খতিয়ে দেখবে বলে বাজার পর্যালোচনা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য এর আগে গত ১৮ এপ্রিল চিটাগাং ভেজিটেবল অয়েল কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ অনুসন্ধানের জন্য এসইসি তদন্ত কমিটি গঠন করে। ১৫ জুন তদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করলেও এসইসি আজ পর্যন্ত এ কোম্পানির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
২৮ অক্টোবর ফার্মা এইড কোম্পানি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ ও ৫০০ শতাংশ বোনাস শেয়ারের ঘোষণা দেয়।
লভ্যাংশ ঘোষনার প্রেক্ষিতে শেয়ার লেনদেনে কোন প্রাইস লিমিট না থাকায় রোববার এ কোম্পানির শেয়ারের দর ১৬২ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার গত একমাসে ৩৮৭২ টাকা থেকে ১৮৭০০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে। এ কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি এবং লভ্যাংশ ঘোষনার বিষয়টি খতিয়ে দেখতে রোববার এসইসি তদন্ত কমিটির পাশাপাশি শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে এ কোম্পানির শেয়ার লেনদেন বৃদ্ধির বিষয়টি এসইসিকে কেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অবহিত করেনি তার কারণ জানানোর জন্য ডিএসইকে নির্দেশ দেয়া হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।