তালিকাভুক্তির পর দেশের দুই শেয়ারবাজারে বুধবার লেনদেন শুরু হয় এ প্রতিষ্ঠানের।
ডিএসইতে মোট লেনদেনের ৪ দশমিক ১ শতাংশ ছিল সেন্ট্রাল ফার্মাসউটিক্যালের।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ টাকা ইস্যু মূল্যের প্রতিটি শেয়ারের লেনদেন শুরু হয় ৫০ টাকা থেকে, যা দিন শেষে দাঁড়ায় ৩৮ টাকা ৪০ পয়সায়।
এদিন ডিএসইতে কোম্পানিটির ৩৪ লাখ ৫৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য প্রায় ১৪ কোটি ২৫ লাখ টাকা।
সেন্ট্রাল ফার্মা পুঁজিবাজারে ১ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে ১৪ কোটি টাকা তোলে।
প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা, কোনো প্রিমিয়াম রাখা হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।