আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার বাজারের কবি : প্রসঙ্গ ফার্মা এইড

শেয়ার বাজারের কবি কারা তা হয়তো অনেকেই জানি আবার কেউ কেউ এটা নিয়ে একদম মাথা ঘামাই না। কারন নিন্দুকের দল এটাকে জুয়াড়ী আর ফাটকাবাজদের বাজার মনে করে। তাদের কথা না হয় বাদই দিলাম। শেয়ার বাজারের কবি কারা? সরকার ২০০৯ এর পরে রোডশো, বিজ্ঞাপন করে সাধারন জনগণকে শেয়ার মার্কেট এ এনেছিল। ব্যাংকগুলো অনেক টাকা এখানে বিনিয়োগ করেছিল।

বাংলাদেশ ব্যাংক তা জানতো। হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক টাকা টান দিল অবিবেচকের মত একবারে। ফতুর হলো সাধারন পাবলিক। আর কবিদের কারনে গ্যাম্বলাররা , ব্যাংকমালিক, বড় বড় পার্টি আগেই তথ্য পেয়ে সাইড লাইনে গিয়েছিল। যাহোক একবছর গেল।

মার্কেট বাড়েনি। তারল্য সংকট প্রবল। এরই মাঝে এসইসি নামের কবি তার কবিতা লিখে চলেছে। তারা নীরব থাকে যখন ফার্মাএইডের মত শেয়ার দিনের পর দিন শুধু দাম বাড়ে। পর পর তিন দিন চারদিন পাচদিন এমন কি মাসের পর মাস দাম বাড়লেও তারা একটা সিম্পল কোয়ারী পর্যন্ত দেয় না।

এর আগে বীকন ফার্মা, চিটাগং ভেজিটেবল , এম্বিফার্মা ,সম্প্রতি টাল্লু স্পিনিং এর দাম বেড়েছে প্রতিদিন কিন্তু সাধারন বিনিয়োগকারীদের স্বার্থে এসইসি কোন পদক্ষেপ নেয়নি। গুজবে পাবলিক শেয়ার কিনেছে। আর এস ই সি নীরব হয়ে দেখেছে কবি আর কবিতার মজা। প্রশ্ন উঠেছে তারা কি সাধে নীরব থাকে ! তাদের যোগসাজসে এমন হয়। তারা একটু সচেতন থাকলে সাধারন লোভী শেয়ার বিনিয়োগকারীদের এত লজ হত না।

পূর্বের বছরের মত ১০০-৩০০% বোনাস দিবে বা ১ টায় ৩ টা রাইট দিবে এমন গুজবে ২৪০০ টাকার শেয়ার ৪০০০ যায় আর ২১% ক্যাশের ঘোষনায় একদিনে ৪০০০ টাকা হতে ২২০০ টাকা হয়। বুঝুন যারা আটকে পড়েছে তাদের অবস্থা টা কি!!! তাই বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে তাদের কষ্টার্জিত টাকা বুঝে শুনে বিনিয়োগ করা উচিত। আর কবিদের কাজ কবিরা করিবে নিজেদের স্বার্থেই , নিজের দলের স্বার্থে এটাই স্বাভাবিক। কারন ৫০০ টাকার টাল্লু স্পিন ১মাসে ৮৩০ টাকা (৪৫% বৃদ্ধি) হলেও তারা কোন কোয়ারী করেনা। সুতরাং সাবধান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.