অনেক দিন আগের কথা। তখন সবে মাত্র প্লেন আবিষ্কার হয়েছে। এক গ্রামে এক বৃদ্ধ কৃষক দম্পতি বাস করত। ছেলে মেয়ে কেউ আর কাছে থাকে না। যার যার সংসার নিয়ে ব্যস্ত।
বৃদ্ধ বাবা মাকে দেখার মত কেউ নেই। বৃদ্ধ ভাবল সরাজীবন ছেলে মেয়েদের মানূষ করতে করতে চলে গেল, এখন যেহেতু কেউ নেই, জীবনের কিছু সখ পূরন করি।
সখ পূরনের জন্য তারা প্রথমে প্লেনে ভ্রমন করবে ভাবল। এক প্লেন চালকের কাছে গিয়ে ইচ্ছার কথা বলতেই চালক রেগে আগুন।
না না হবে না।
সবাই এরকম আসে পরে প্লেন উরতে আরাম্ভ করলে চিৎকার চেচামেচি করে। প্লেন চালানো কি সোজা কথা? মনযোগ দিতে হয়। একটু নরাচরা করলে বিপদ হতে পারে। মনোযোগ নষ্ট হলে ঘটতে পারে বড় দূ্র্গটনা।
শেষে চালকের সব সর্ত মেনেনিয়ে বৃদ্ধ দম্পতি প্লেনে চরে বসল।
প্লেন আকাশে উরিয়ে চালক তার সব কলা দেখাতে লাগল। উপরে নিচে, কাতকরে চিৎকরে যত রকম সে জানে। সব কলা শেষ করে চালক বৃদ্ধকে বলল।
চালক: আজ পর্যন্ত কেউ কথা রাখেনি। তুমরাই প্রথম যে কথা রেখেছে।
বৃদ্ধ এবার মুখ খুলল।
বৃদ্ধ: আমি কথা দিয়েও একবার চিৎকার করতে চেয়ে ছিলাম।
চালক: কখন?
বৃদ্ধ: ঐ আপনি কাতকরে চালাচ্ছিলেন আর গিন্নি আটলান্টিকায় পরেগেল তখন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।