আমাদের কথা খুঁজে নিন

   

আলোয় উড়বে প্লেন!

ভালো ..তবে কালো

এরোপ্লেনের পাখা বাতাসে যেভাবে ভেসে থাকে ঠিক সেভাবে আলোর সাহায্যেও নাকি ওড়ানো যাবে প্লেনকে। আলোর রেডিয়েশন চাপ ব্যবহার করেই এই পদ্ধতিকে কাজে লাগানো হবে। খবর বিবিসি অনলাইনের। গবেষকদের বরাতে জানা গেছে, এই পদ্ধতি কাজ করবে ডানার অ্যারোফয়েল ধারণার মতো। এই পদ্ধতিটি ক্ষুদ্র গ্লাস রডে পরীক্ষা করে সফল হয়েছেন তারা। গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার ফোটোনিক্স সাময়িকীতে। গবেষকরা জানিয়েছেন, প্রত্যেক ফোটন বা আলোর প্যাকেট এর নিজস্ব মোমেন্টাম আছে। কোনো ধাতব পদার্থের মধ্যে দিয়ে যাবার সময়ই এই লাইটফয়েল আলোর মোমেন্টামকে একত্রিত করে। গবেষকরা জানিয়েছেন, জ্বালানির বিকল্প হিসেবে রেডিয়েশন চাপই হয়ে উঠতে পারে কোনো মহাকাশ মিশনে দীর্ঘপথের জ্বালানি উৎস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।