আমাদের কথা খুঁজে নিন

   

মসজিদ এবং জুতা,স্যান্ডেল কাহিনী



মসজিদ হচ্ছে একটি পবিত্র স্থান এবং মুসলিমদের উপাসনালয়। সব ধর্মের মানুষের কাছে তাদের উপাসনালয় আসলে তাদের নিজ নিজ ধর্মের জন্য অত্যন্ত পাক পবিত্র জায়গা। ইসলাম ধর্মেও পরিস্কার পরিচ্ছন্নতাকে অনেক উঁচুতে অবস্থান দেয়া হয়েছে এবং এর গুরুত্তও অনেক। এমনকি অনেকেই বলে থাকেন মসজিদ বেহেস্তের একটি টুকরা। আজকে আমি একটি বিষয় নিয়ে বলবো।

আমার কাছে প্রশ্ন জাগে যে আমরা কি আসলেই মসজিদকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারি? আমার মনে বেশ কিছুদিন থেকেই খটকা লাগছে। আমি দেখেছি সব মসজিদেই মানুষ(৯০% মানুষ) ঢোকার সময় জুতা,স্যান্ডেল হাতে করে নিয়ে ঢুকে। এর কারন বাইরে থাকলে এসব চুরি হবার সম্ভাব্না থাকে কিন্তু আমার প্রশ্ন এটা কি ঠিক? বা কতটা শুদ্ধ। নামাজ পড়ার জন্য ওজু করা ফরজ। কারন নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রেখে নামাজ পড়া।

আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়তে যাই। রাস্তায় কত ময়লা,আবর্জনা,ধুলা,বালি মারিয়ে আসি। জুতা, স্যান্ডেলের তলায় কত ময়লা,নাপাক জিনিস লেগে থাকে। এমনকি যেই জুতা বা স্যান্ডেল পরে টয়লেট করেছি সেটা পরে মসজিদে এসেছি কিন্তু মসজিদে ঢোকার সময় কি অবলিলায় সেগুলো হাতে বা শরিরের সাথে ধরে মসজিদে ঢুকে যাচ্ছি। সেই জুতা,স্যান্ডেল থেকে ময়লা নিজের শরীরে লেগে যাচ্ছে,সারা মসজিদে ছড়িয়ে পরছে অথচ আমাদের খেয়াল নেই।

বর্ষাকালে মুসল্লি সামনের কাতারে এগিয়ে যাচ্ছেন আর তার জুতা,স্যান্ডেল থেকে পানি এবং ময়লা টুপ টুপ করে সারা মসজিদে পড়ছে। শুধু তাই নয়। সেই জুতা,স্যান্ডেল মাথার কাছে রাখছি এবং সেজদা দেয়ার সময় সেগুলো মাথাও লাগছে। সবার হাতে হাতে এসব জুতা,স্যান্ডেল মসজিদের সামনের কাতার পর্যন্ত চলে যাচ্ছে। আমার প্রশ্ন এসব নাপাক জুতা, স্যান্ডেল হাতে নিলে কি ওজু ঠিক থাকে?বা এসব জুতা, স্যান্ডেল মসজিদের ভেতর নিলে মসজিদের পবিত্রতা কতটুকু রক্ষা হয়।

ব্যক্তিগতভাবে আমি জুতা,স্যান্ডেল মসজিদের ভেতরে নেইনা। আমার নিজেরই খুব খারাপ লাগে যখন দেখি আরেকজন আমার পাশ দিয়ে তার স্যান্ডেল হাতে করে নিয়ে যাচ্ছে আর তার স্যান্ডেলের তলায় থাকা ময়লা আমার গায়ে এবং মসজিদের মেঝেতে পড়ছে। মাঝে মাঝে এত খারাপ লাগে যে মসজিদে যেতেই ইচ্ছা করেনা। নিজের জীবন বাচানো নাকি ফরজ কিন্তু তাই বলে জুতা, স্যান্ডেল চুরির ভয়ে মসজিদের ভেতর নেয়া কি ঠিক? বিভিন্ন ধর্মের উপাসনালয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সবখানেই দেখেছি জুতা,স্যান্ডেল বাইরে রেখে ঢুকতে হয়।

এমনকি জুতা,স্যান্ডেল হাতে করে ভিতরে নেয়ার সুযোগ নেই। বাইরেই ব্যাবস্থা আছে বিনে পয়সায় জুতা,স্যান্ডেল টোকেন দিয়ে জমা রাখার যাতে চুরি না যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.