ট্রেনের যাত্রীদের পাথর ছুড়ে আহত করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে। এ দেশে চলন্ত ট্রেন লক্ষ্য করে হামেশা পাথর ছোড়ার ঘটনা ঘটলেও এ আইনের কোনো প্রয়োগ দেখা যায় না। এ সব ঘটনায় মানুষ আহত হচ্ছে, ট্রেনের ক্ষতি হচ্ছে। সবশেষ গত শনিবার প্রাণ হারিয়েছেন প্রীতি দাশ নামের এক প্রকৌশলী।
বাংলাদেশ রেলওয়ের অন্যতম পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম বলছেন, রেলের খাতায় অন্তত ২৪টি জায়গাকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। এ সব জায়গায় নিয়মিত ট্রেনের গ্লাস ভাঙে, যাত্রীরা আহত হন। তিনি বলেছেন, ট্রেনের সম্পত্তি দেখার দায়িত্ব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হলেও, ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রেল পুলিশের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।