আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধী দলের ধ্বংসাত্মক কাজ সম্পর্কে সতর্ক থাকুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতাল, প্রধান বিরোধী দল বিএনপির কঠোর আন্দোলনের হুমকিসহ সব ধরনের ধ্বংসাত্দক কর্মকাণ্ডের বিষয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনের আগে সরকারের সফলতাগুলো জনগণের সামনে তুলে ধরতে প্রত্যেককে নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। মহাজোট সরকারের সফলতা তুলে ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় যেসব বিলবোর্ড টানানো হয়েছে, সেসব বিলবোর্ড মালিক বা বিজ্ঞাপনী সংস্থাকে উপযুক্ত মূল্য পরিশোধ করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে বিলবোর্ডে যেসব ভুল তথ্য উঠে এসেছে তার জন্য সংশ্লিষ্ট প্রচার বিভাগকে ভর্ৎসনা করেছেন শেখ হাসিনা। এ সময় দু-একজন মন্ত্রীর নাম উল্লেখ করে তিনি বলেন, যাচাই-বাছাই না করে কথা বলবেন না।

বিরোধী দলের মতো জনগণকে বিভ্রান্ত করবেন না। উন্নয়নের সঠিক তথ্য তুলে ধরুন। জনগণ আবারও আওয়ামী লীগকেই ভোট দিয়ে ক্ষমতায় আনবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সচিবরা বেরিয়ে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন। সে বৈঠকেই তিনি এসব নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলের যে কোনো ধরনের কর্মকাণ্ড শক্ত হাতে মোকাবিলা করবে আওয়ামী লীগ ও প্রশাসন। বিশেষ করে যারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে মাঠে নেমেছে তাদের আইনের আওতায় আনা হবে। গত সাড়ে চার বছরে সরকারের যেসব সফলতা রয়েছে সেগুলো যথাযথভাবে তুলে ধরতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংশ্লিষ্ট এমপিদের নিজেদের নির্বাচনী এলাকায় যেতে বলা হয়েছে। এক্ষেত্রে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের কাজে লাগাতে বলা হয়েছে। বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন, সবকিছুর ঊধের্্ব উঠে নির্বাচনী প্রচারণায় অংশ নিন।

বৈঠকের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করছেন আর তাদের যেসব দল প্রশ্রয় দিচ্ছে তাদের সম্পর্কে সতর্ক থাকুন। সরকারের টানানো বিলবোর্ড নিয়ে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারের সফলতা যাদের চোখে পড়ে না, তাদের জন্যই এ ব্যবস্থা করা হয়েছে। যারা বেশি কথা বলেন, উঠতে-বসতে সরকারের সমালোচনা করেন তারা দেখুক আওয়ামী লীগ আসলে কি করেছে। সেই সঙ্গে আগামীতে আওয়ামী লীগ কেন ক্ষমতায় আসতে চায় সেটাও বোঝানো হয়েছে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.