আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানের বদলে বাফুফে একাদশ

সবকিছু চূড়ান্ত থাকার পরও শেষ মুহূর্তে পাকিস্তান ফুটবল দল ঢাকা সফর বাতিল করেছে। বাংলাদেশ চেয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপের আগে পাকিস্তানের বিপক্ষে খেলে প্রস্তুতি যাচাই করতে। এখানে জয়-পরাজয় যা-ই হতো ক্রুইফ তার শিষ্যদের ভুলত্রুটিগুলো ভালোভাবে ধরতে পারতেন। লাভ কিন্তু পাকিস্তানেরও হতো। কারণ সাফে এবার দুই দল এক গ্রুপে পড়েছে।

এ ছাড়া দুই ফেভারিট ভারত আর নেপালও আছে। গ্রুপটা কঠিন হওয়ায় দুই দলের জন্য ম্যাচটা খুবই জরুরি ছিল। এখন কী কারণে পাকিস্তান শেষ মুহূর্তে সফর বাতিল করল তা স্পষ্ট নয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, চিঠিতে তারা 'অনিবার্য কারণ' উল্লেখ করেছে। অভিজ্ঞ মহল তা মানছে না।

তাদের কথা, পাকিস্তান নিশ্চয়ই কারণ উল্লেখ করেছে চিঠিতে। সোহাগ বলছেন, সে ধরনের কিছু হলে তো গোপন রাখতাম না। কিন্তু বাফুফের কেউ কেউ বলছেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে তারা ঢাকাকে নিরাপদ মনে করছে না বলে সফর বাতিল করেছে। কেউ কেউ আবার এতেও দ্বিমত পোষণ করে বলছেন, হরতাল বা উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে পাকিস্তান ফুটবল বা ক্রিকেট দল আগেও ঢাকায় খেলে গেছে। মূলত এক গ্রুপে পড়ে যাওয়ায় মূল লড়াইয়ের আগে বাংলাদেশের মুখোমুখি হতে চাচ্ছে না পাকিস্তান।

তাই যদি হয়, তাহলে ট্যুর বাতিলের কথা আগেই জানাতে পারত তারা। সবকিছু ঠিকঠাক থাকার পরও সফর বাতিলের পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ লুকিয়ে আছে।

পাকিস্তান না আসায় ফুটবলাররাও আফসোস করছেন। এমিলিরা চেয়েছিলেন নেপালে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে। বাংলাদেশ সম্ভবত ২৪ বা ২৫ আগস্ট ঢাকা ছাড়বে।

১ সেপ্টেম্বরই প্রথম ম্যাচ খেলবে শক্তিশালী নেপালের বিপক্ষে। সুতরাং সময় নেই পাকিস্তানের পরিবর্তে প্রস্তুতি ম্যাচের জন্য অন্য কোনো দেশকে আমন্ত্রণ জানানোর। এর আগে ঢাকায় লোকাল দলের সঙ্গে তারাও থাইল্যান্ড সফরে গিয়ে দুটো অনুশীলনী ম্যাচ খেলেছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে এত ম্যাচ জাতীয় দল এর আগে কখনো খেলেনি। তার পরও ক্রুইফ চাচ্ছিলেন নেপালে ওড়ার আগে আরও একটা ম্যাচ খেলতে।

যাক, বিদেশি দলকে পাওয়া না গেলেও জাতীয় দল আজই অনুশীলন ম্যাচ খেলতে মাঠে নামছে।

বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মামুনুলদের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে বাফুফে বাছাই একাদশ। ঢাকার অবস্থানরত বিদেশি ও উঠতি লোকাল ফুটবলারদের নিয়ে বাফুফে একাদশ গড়া হয়েছে। সহকারী কোচ জিলানি প্রতিপক্ষ দলকে শক্তিশালীই মনে করছেন। তাই টুর্নামেন্ট শুরুর মুহূর্তে এই ম্যাচ তাদের উপকারে আসবে বলে তিনি মনে করেন।

হেড কোচ লোডডিক ক্রুইফের গতকালই ঢাকা ফেরার কথা থাকলেও তিনি আসেননি। জিলানী জানিয়েছেন, কাল সরাসরি তিনি ম্যাচে নেমে যাবেন। আজকের ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে গতকাল দুই বেলার বদলে ফুটবলারদের শুধু সকালে অনুশীলন করানো হয়েছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.