যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
..'কামাচার বা মিথুনাত্মক যোগসাধনাই বাউল পদ্ধতি। বাউল সাধনায় পরকীয়া প্রেম এবং গাঁজা সেবন প্রচলিত। বাউলরা বিশ্বাস করে যে, কুমারী মেয়ের রজঃপান করলে শরীরে রোগ প্রতিরোধক তৈরি হয়। তাই বাউলদের মধ্যে রজঃপান একটি সাধারণ ঘটনা। এছাড়াও তারা রোগমুক্তির জন্য স্বীয় মূত্র ও স্তনদুগ্ধ পান করে।
সর্বরোগ থেকে মুক্তির জন্য তারা মল, মূত্র, রজঃ ও বীর্য মিশ্রণে প্রেমভাজা নামক একপ্রকার পদার্থ তৈরি করে তা ভক্ষণ করে। একজন বাউলের একাধিক সেবাদাসী থাকে। এদের অধিকাংশই কমবয়সী মেয়ে। (বাংলাদেশের বাউল : পৃষ্ঠা ৩৫০, ৩৮২)
লেখক: ডক্টর আহমদ শরীফ
লালন সৃষ্টি কর্তা নিয়ে কতটুকু ভেবেছেন, সেটা ভাববার বিষয়, তবে যৌনতাকে নিয়ে লালন বিশেষভাবে ভাবনা চিন্তা করেছেন সেটা নিশ্চিত । তার মতবাদ জুড়েই ছিল যৌনতা, হতে পারে যৌনতাই তার খোদা !
আহমদ শরীফের "বাউল তত্ত্ব" , ডক্টর আনোয়ারুল করিমের "বাংলাদেশের বাউল- সমাজ, সাহিত্য ও সংগীত" এসব বইগুলো দেখতে পারেন, বিশ্বাস না হলে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।