আসসালামুয়ালাইকুম, ঈদের শুভেচ্ছা সবাইকে। আশা করি ভাল আছেন সকলে।
ফেসবুক ছাড়া এখন কারই একদিনও চলে না। প্রতিদিনই নিত্তনতুন খবর পেতে আমরা চলে যাই ফাকেবূকে। চাই আমাদের মনের ভাব প্রকাশ করতেও।
কিন্তু ফাকেবূকে ছেলেদের অবস্থা যেন খুবই খারাপ! মেয়েদের কোনও পোস্ট দেওয়ার সাথে সাথে যেন লাইকএর বন্যা বয়ে যায়, আর ছেলের কোনও পোস্ট দিলে তাতে লাইকএর টিকিটিও দেখা যায় না। আমার বুয়েটের ৩ বড় ভাই তাই বানাচ্ছেন ফাকেবূকে লাইক দেওয়ার সফ্টওয়্যার! ঈদে উনাদের বাসায় গিয়ে দেখে এলাম কাজ। ভালই বানিয়েছেন। যদিও পুরো কাজের অর্ধেকও শেষ হয় নি। তবুও নিয়ে এলাম।
ভালই লাগলো। আপনার দেখে নিতে পারেন। ডাউনলোড লিঙ্ক:http://www.mediafire.com/download/ird5v9oj2ig1rbr/FBLIKER.rar" href="http://www.mediafire.com/download/ird5v9oj2ig1rbr/FBLIKER.rar" target="_blank"> http://www.mediafire.com/download/ird5v9oj2ig1rbr/FBLIKER.rar
এবার আসি সফ্টওয়্যারএ কিভাবেকাজ করবেন। আপনার ইমেইল পাসওয়ার্ড ইনপুট দেবার জন্য একটি বক্স আছেদেখবেন। সেখানে আপনার ইমেইল আর পাসওয়ার্ড ইনপুট দিন email:password এই ফর্ম্যাটএ।
মনে ইমেইলের পর : দিতে হবে। এরপর পাসওয়ার্ড। একের অধিক অ্যাকাউন্ট ইনপুট দিতে এন্টার চেপে চেপে লিখুন। আপনি টেক্সট ফাইল থেকেও অ্যাকাউন্ট লোড করতে পারেন। সেজন্য একটা টেক্সট ফাইল খুলে সেখানে email:password এই ফর্ম্যাটএ অ্যাকাউন্টগুলো লিখে রাখুন।
এরপর লোড বাটন প্রেস করে সেই টেক্সট ফাইলের লোকেশন দেখিয়ে দিন।
ফটো অথবা পোস্টের লিঙ্ক দেওয়ার জন্য লিঙ্ক টেক্সট বক্সে আপনার ফটো অথবা পোস্টের লিঙ্ক দিন। এবার চেক বক্সে ক্লিক করুন। দেখবেন স্টার্ট বাটন এনেবল হয়েছে। এবার স্টার্ট বাটনএ ক্লিক করুন।
দেখুন লাইক হয় কিনা! সফ্টওয়্যারটি কখন কী কাজ করছে তা দেখতে পাবেন লগ টেক্সটবক্সে। এই সফ্টওয়্যারটি যারা লাইকএর কাজ করেন, তাদের খুবই কাজে আসবে আশা করি।
কতগুলো কাজ এখনো করা শেষ হয় নি। আর
১॰ লাইক দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন ফটো অথবা পোস্টের প্রাইভেসি অবসসই পাবলিক করা থাকে এবং ফ্রেন্ডলিস্টের বাইরের মানুষ এতে লাইক দিতে পারে। এটা করতে https://www.facebook.com/settings?tab=followers এই লিংকে গিয়ে Turn On Follow তে একটা টিক মার্ক দিন।
এরপর Follower Comments এ Who can comment on your public posts? এ ড্রপডাউন থেকে EveryBody সিলেক্ট করে দিন। বাস আপনার কাজ শেষ।
২॰ আপনার অ্যাকাউন্টের লগইন নোটিিকেশন অবসসই disable করে দিতে হবে। নাহলে এই বট লগইন করতে পর্বে না। এটা করতে https://www.facebook.com/settings?tab=security§ion=notifications&view লিংকে গিয়ে Email, Text message/Push notification চেক বক্স থেকে টিক মার্ক তুলে দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।