আমাদের কথা খুঁজে নিন

   

সূচক ও লেনদেন বেড়েছে ডিএসইতে

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরু থেকেই ডিএসই সূচক বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৯ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৫০৭ পয়েন্ট।
মঙ্গলবার ডিএসইতে প্রায় ১৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা ছুটির আগের দিনের চেয়ে প্রায় ১৬১ কোটি টাকা বেশি।
এদিন ২২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।
সোমবার এ বাজারের সূচক বাড়ে ২৫ পয়েন্ট; লেনদেন হয় ১৬২ কোটি টাকার শেয়ার। 
ছুটির আগের দুই দিনে ডিএসইর সূচক কমে ২০ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২১০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।
আগের সপ্তাহে ডিএসইর সূচক কমেছে ৬৭ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ৩১৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.