সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ওঠানামার মধ্য দিয়ে সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯০২ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৯ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪২০ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ৪৭০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ৮৯ টির, কমে ১৭০ টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম।
রোববার ডিএসইএক্স বাড়ে প্রায় ১০০ পয়েন্ট।
লেনদেন হয় ৫০০ কোটি টাকার উপরে যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
সোমবার দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, বিডি ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, কে এন্ড কিউ, মিরাকেল, ওয়ান ব্যাংক, আইএফআইসি, পপুলার লাইফ ইন্সুরেন্স, আল-হাজ্ব টেক্সটাইল, ডাচ বাংলা ও ইউনাইটেড ইন্সুরেন্স।
দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, রিপাবলিক ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, বিআইএফসি, ইউএলসি, সাফকো স্পিনিং, স্যালভো কেমিক্যাল, বেঙ্গল উইন্সডোর, জাহিন টেক্স, প্রভাতী ইন্সুরেন্স ও বিইডিএল।
গত সপ্তাহে ডিএসই সার্বিক সূচকে যোগ হয়েছে প্রায় ২১৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৩৫৭ কোটি টাকা।
এর আগের আগের সপ্তাহে ডিএসই সার্বিক সূচকে যোগ হয়েছে প্রায় ৯১ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬৩ কোটি টাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।