সকাল ১১টায় লেনদেন শুরুর পর সূচক বাড়লেও পরে তা কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৩৩ পয়েন্ট কমে চার হাজার ৯০ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৭৯ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৫১৯ পয়েন্ট ।
সারা দিনে ডিএসইতে প্রায় ৬০৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা বৃহস্পতিবারের চেয়ে ২৪৫ কোটি টাকা কম।
এ দিন দাম বেড়েছে ৪১টি শেয়ারের, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত ছিল ২২টি কোম্পানির শেয়ারের দাম।
গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৩৯ পয়েন্ট কমে। গড়ে ৮৫৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। তার আগের সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমে ৭ পয়েন্ট।
রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।