আমাদের কথা খুঁজে নিন

   

ভাইয়াকে খোলাচিঠি

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক **

ভাইয়া রোজ চিঠি দিতাম ওকে খুব ভয় পেয়েছিলাম বিদেশ বিভুইয়ে গিয়ে যেন বিগড়ে না যায়, বিপথে না চলে ওর পড়াশুনার ব্যাঘাত না ঘটে হ্যা আমাদের ভালবাসার সাক্ষ্মী তুমি রোজ ৩/৪ ঘন্টা ওকে সময় দিতে তুমি আমাকে ওর ভাললাগা না লাগা সব ও তোমাকে জানাত আর কেদে ফেলত হ্যা মাঝে মাঝে গঞ্জনাভরা চিঠি পেয়ে তোমাকেই জানালে ঊল্টে একশ দশটা ধমক দিতে ওকে আমার জন্য কন্ঠস্বরটা গর্জে উঠত , আমি অবাক হতাম তোমাদের ভালবাসা পেয়ে ,আমি মুগ্ধ ছিলাম ওর বদলে যাওয়া দেখে আর কি সুন্দর সব স্বপ্ন পূরন করে ও একটু একটু করে সেই মানুষ হচ্ছিল অনেকদিন পর ও নতুন বাঁচার স্বপ্ন দেখছিল আগে কি যে এক পাষান ছিল ও ভালবাসতে শিখছিল ।। সব ছেড়ে ছুড়ে আমাকেই ঘরে তুলে নিবে কিন্তু সব শেষ হয়ে হলও না শেষ সব কেমন জানি এলোমেলো হয়ে গেল তুমি ঠিক করেছ আর কিছু শুনবে না আমিও ঠিক করেছি আর কিচ্ছু করব না আমাকে শেষদিন তুমি ভুল বুঝেছিলে অনেক রাগ তোমারও হয়েছিল আমাকে তুমি ক্ষমা করে দিও আমি আর এমন করব না । কিন্তু পারবে কি তুমি তোমার বন্ধুকে ভুলে থাকতে পারব কি আমি আমার ভালবাসাকে ভুলে থাকতে ওকে ছেড়ে দিও না , আবার বুকে তুলে নাও জানি তোমার আর ভাল লাগছে না ভাল আমারও লাগে না , কিন্তু ওকে যে ঠিক রাখতে হবে , ওকে আগলে রাখতে হবে আমার জীবনে ও আসবে কি না জানি না কিন্তু প্লিজ তুমি ওকে আগলে রেখো ওকে ছেড়ে দিও না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।