বিক্ষিপ্ত ভাবনা
বলকার যাপটানো পাখায়,
শুভ্রতার মাঝে অসীমতায়
দিগন্তের বিশালতায়
হারিয়ে যাওয়া বলাকায়, আমি বাংলাদেশ দেখি।
কাকের কর্কশ শব্দে,
দাঁড় কাকের বিহব্বলতায়
ঝড়ো হাওয়ায় উচ্ছন্নে যাওয়ায়
আবেগের বিছলিত শব্দে, আমি বাংলাদেশ দেখি।
শকুনের আক্রমণে,
খুবলে খাওয়া মৃত দেহের মাংসের মাঝে
সকাল, দুপুর, সন্ধা, সাঁঝে
ভালো থাকার স্বপ্নের প্রত্যাশার ইতিহাসে, আমি বাংলাদেশ দেখি।
ডানে আর বামে,
বামে বা ডানে
নিকোশ অন্ধকারে,
হতাশার প্রতিশব্দের প্রতিহিংসায়, আমি বাংলাদেশ দেখি।
আমি বাংলাদেশ দেখি
শাপলা চ্ত্তরের রক্তের দাগে,
শ্রমিকের মৃত দেহে,
স্লোগানের শাহবাগে।
অসীম উদ্দমতায়
আমি দেখি,
নব স্বপ্নের রেকি
রক্তের দাগে, নব উন্মাদনায়
নতুন বাংলাদেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।