আমাদের কথা খুঁজে নিন

   

আমি চাইনা জামাতি ইসলামকে নিষিদ্ধ করা হোক!!!!!!!!!!!



কি?শুনে খুব আশ্চর্য হচ্ছেন তাই না?অলরেডি মনে হয় আমাকে গালাগালি শুরু করে দিয়েছেন তাইনা?আমি জানি অনেকেই আমার সাথে একমত হবেন না। কিন্তু তারপরেও নিষিদ্ধের বিরুদ্ধে আমার যুক্তিগুলো তুলে ধরছি। জামাতি ইসলাম এমন কোন অসুখ না যে ঔষধ দিলাম আর রোগটা সেরে গেলো। এটা অনেকটা ক্যানসারের মতন আমাদের সারা শরীরে ছরিয়ে আছে। এটাকে ধীরে ধীরে এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।

জামাতি ইসলাম ভুঁইফোর কোন দল না যে নিষিদ্ধ করলাম আর সব শেষ হয়ে গেলো। এরা অনেক সংগঠিত এবং তৃণমূল পর্যন্ত বিস্তৃত। বরং এভাবে ঝোকের মাথায় নিষিদ্ধ করলে এরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে তখন এদেরকে নিয়ন্ত্রন করা কঠিন হবে। এমনিতেই একখনই সামনাসামনি এদেরকে মোকাবেলা করা কঠিন। কারন এরা অনেক আগ্রাসি।

এখন বরং আমরা এদেরকে চিনতে পারছি কিন্তু নিষিদ্ধ সংগঠন হয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেলে প্রশাসনের পক্ষে এদেরকে চিহ্নিত করে দমন করা আরো কঠিন হয়ে যাবে। নতুন আল কায়েদার মতন সংগঠনের সৃস্টি হবে। কারন আমরা জানি যে জামাতি ইসলামের অনেকেরই সাথে তাদের সংশ্লিস্টতা আছে। তাছারা কম বেশি সারা দেশেই তাদের কিছু ভোট আছে। মনে রাখতে হবে জামাতি ইসলাম কিন্তু যুদ্ধাপরাধি হিসেবে নিষিদ্ধ হয়নি।

বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসাবে জনগনই সকল ক্ষমতার উৎস আর জামাতি ইসলামের গঠনতন্ত্রে আছে আল্লাহ্ সকল ক্ষমতার উৎস। ঠিক এই পার্থক্যের জন্য জামাতি ইসলাম নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এখন যদি জামাত তাদের গঠনতন্ত্র বদলায় তাহলে আর নিষিদ্ধ হবেনা। শুধু তাই না,ধরলাম জামাতি ইসলামকে নিষিদ্ধ ঘোষিত করা হল। এখন যদি এরা অন্য নামে দল গঠন করে তাহলে কি আমাদের কিছু করার আছে?তাদের লোকবল,অফিস সব আছে শুধু নাম আর গঠনতন্ত্র বদলায় ফেল্লো তাহলে লাভটা কি হল?সেইতো নতুন বোতলে পুরাতন মদ।

আমরা বরং এদেরকে যদি রাজনৈতিকভাবে,সামাজিকভাবে মোকাবেলা করি তাহলেই বরং এরা নখদন্তহীন রাজনৈতিক দলে পরিণত হবে যেমন বাংলাদেশে অনেক নাম সর্বস্ব প্যাড সর্বস্ব দল আছে। প্রথম পদক্ষেপ হিসাবে বিএনপি যদি জামাতি ইসলাম কে জোট থেকে বাদ দেয় এবং কেউ যাতে তাদেরকে রাজনৈতিক শেল্টার না দেয়। আমরা যদি মানুষকে বোঝাতে পারি তাদেরকে ভোট না দেয়ার জন্য। সামাজিক কোন অনুষ্ঠানে তাদেরকে না ডাকা বা অংশগ্রহন করতে না দেয়া। তাদের সমর্থনপুষ্ট কোন প্রতিষ্ঠান কে ব্যাবসা করতে না দেয়া।

এভাবে এবং আরো অনেক উপায়ে তাদেরকে যদি রাজনীতি,সমাজ এবং মানুষ থেকে দুরে সরায় রাখতে পারি তাহলে একদিন জামাতি ইসলাম বা শিবিরের কোন অস্তিত্বই থাকবেনা এবং ধীরে ধীরে একদিন এরা নাম সর্বস্ব,প্যাড সর্বস্ব দলে পরিনত হবে। এজন্য আমাদের দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.