হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ঈদ, হরতাল আর নানান সরকারি ছুটি মিলিয়ে নিশ্চয়ই এখনও ছুটির আমেজ কাটেনি। যা-ই হোক, আজ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। আপনারা যদি তা জেনে থাকেন, তাহলে স্যরি। আমি জানতাম না।
তাই শেয়ার করছি সবার জন্য। আশা করি কাজে লাগবে। কারণ স্যোশাল মিডিয়া হিসেবে ফেসবুকের জনপ্রিয়তার কথা আমি আর নতুন করে কী বলবো? যারা ফেসবুকে পণ্যের মার্কেটিং করতে চান তাদের জন্য এ তথ্য অবশ্যই সুখের হবে। কারণ একটি প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাচ্ছেন এতোগুলো মানুষকে।
আপনি কি জানেন, বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫৪ লাখ! এদের মধ্যে ৪২ লাখ পুরুষ আর ১২ লাখ মহিলা! মজার বিষয় হচ্ছে , মাত্র দু মাস আগেও ফেসবুকে বাংলাদেশের লোক ছিলো মাত্র ৩৮ লাখ! মাত্র দু মাসের ব্যবধানে ফেসবুকে বাংলাদেশী লোকের আনাগোনা বেড়েছে ১৬ লাখ! আর এই সংখ্যা নাকি বছরান্তে গিয়ে দাঁড়াবে ৮০ লাখে! OMG!
এ সংখ্যা আমি জানতে পেরেছি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসানের ব্লগ থেকে।
সামহো্য়্যারইনব্লগের একটি পোস্টে গত ১৩ আগস্ট তিনি লিখেন, ‘আজ (আগস্ট ১৩, ২০১৩) ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা হয়েছ ৫৪ লক্ষ। এর মধ্যে ৪২ লক্ষ পুরুষ এবং ১২ লক্ষ মহিলা । জুন মাসের ৫ তারিখে এই সংখ্যা ছিল যথাক্রমে ৩০ লক্ষ ও ৮ লক্ষ। মাত্র ৬৮ দিনের ব্যবধানে প্রায় ১৬ লক্ষ ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালের ১ জানুয়ারিতে বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারী ছিল ৩৩ লক্ষ ৫২ হাজার ৬৮০ জন।
গত দুইমাসের ধারা অব্যাহত থাকলে আগামী ৪ মাসে এই সংখ্যা ৮০+ লক্ষে পৌছাবে বলে ধারণা করা যায়। ’
ওই ব্লগপোস্টে মুনির হাসান আরও বলেন, ‘যে কোন দেশের মত আমাদের দেশেও ফেসবুক ব্যবহারহারীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ার প্রবণতা লক্ষ করা গেছে। সাম্প্রতিক সময়ে মূল মিডিয়াতে ব্যাপকভাবে ফেসবুকের নাম এসেছে। সন্থ্রাস বিরোধী আইনে ফেসবুকের উল্লেখ, রামুর ঘটনা, চাঁদের বুকে সাঈদী ইত্যাদি নানান কারণে অনেকে ফেসবুকের প্রতি আকৃষ্ট হয়েছে।
আমি ২০০৯ সালের আগস্ট মাস থেকে ফেসবুকে আমাদের ব্যবহারকারীর সংখ্যা, তাদের গতিপ্রকৃতি ইত্যাদি জানার চেষ্টা করি, নিছক কৌতুহলের বশে।
সে সময় আমাদের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯৬ হাজার। তবে, এই দুইমাসের বৃদ্ধির হার আমি আগে দেখি নাই।
২০১২ সালের প্রথম দিন ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ লক্ষ+। তারমনে পুরো ২০১২ সালে বেড়েছে ১০ লক্ষ। আর শেষ দুইমাসে ১৬ লক্ষ।
আর একটা কারণ সম্ভবত মোবাইল থেকে এখন ফেবু ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ৫৪ লক্ষের মধ্যে এক লক্ষ ৪৩ হাজার আছে এন্ড্রয়েড ব্যবহারকারী। ’
আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লাগবে। এটি টেকটিউন্সের নীতিবিরুদ্ধ কি-না জানি না। অন্যের লেখা এখানে কি কোট করা যায়? জানালে উপকৃত হবো।
এর আগে গত বছরের ৫ জুন লন্ডনভিত্তিক সামাজিক যোগাযোগের তথ্যবিশ্লেষক প্রতিষ্ঠান সোশ্যাল বেকার্স এক জরিপে জানিয়েছিল, তখন বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪ লাখ ৬৯ হাজার ৭৬০ জন এবং ফেসবুক ব্যবহারকারী হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান তখন ছিলো ৫৫তম। এ বিষয়ে কারও কাছে আরও কোনো আপডেট খাকলে দয়া করে জানান।
পোস্টটি ভালো লাগলে ঘুরে আসতে পারেন এই দুটি সাইটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।