আমাদের কথা খুঁজে নিন

   

মুক্ত সংলাপঃ আমরা মানুষ আর আমাদের ইচ্ছেরা

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম

তুমি আমি কিংবা আমরা হবো জন্ম-জন্মান্তরের সাথী। আমরা চাঁপা হবো, গন্ধে মাতাল দুপুর হবো আমরা শিশির ভেজা সকালও হবো। -আমরা সকাল-দুপুর হবো, রাত হবো না? -হবো পূর্ণচন্দ্র রাত; কিংবা নিকষ কালো রাত, আমরা আধারে আলিঙ্গন হবো। সাপের মত ফুসফুস শব্দে মাতিয়ে তুলবো চারপাশ আমরা আনন্দিত হবে রাতের মোহময়তা গায়ে মেখে। -আমরা সবুজ হবো কি? -হ্যাঁ আমরা বনভূমির মাঝে সারি সারি স্বপ্ন বুনবো চারা গাছের মতো।

আমরা কাটা তারের জাল বুনবো; যেমন থাকে ফনি মনসার গায় -আমরা কারো শুভাকাঙ্ক্ষি হবো কি? -হবো। বেথুন কিংবা বেবোর্ন কলেজের অধ্যাপিকার আচলে রোদ হবো। আমরা শিক্ষকের কলমের কালি হবো। দিনমজুরের ঘাম কিংবা লুটেরার উল্লাসও হবো। -আমরা কি কখনো ধ্বংস হবো? -প্রতিবাদের দেয়ালে লাভা জমে যখন বিস্ফোরন হবে তখন আমরা অগ্নিকুন্ডের চেয়েও বড় কিছু হবো।

শীতলতায় জমিয়ে দেব হাজার লোকের স্বপ্ন। অপবাদের ভাষা দেবে চপেটাঘাতে -আমরা কি কখনো বন্ধু হবো? -হবো মাতালের মাতলামি; অভাগার সাথী আর আলোর রাতি। আমরা মেঘের ছায়া আর পাহাড়ের উচ্চতা হব। আমরা বন্ধু হবো বর্ষায় ভেসে যাবে মেঠো পথ আর উঠোন। -আমরা ভালোবাসা দিয়ে কি কারো পাশে রবো? -হ্যাঁ, যার খুব করে বাঁচার শখ, তার মনে ভালোবাসার সুভাষ দেব, যেন প্রান পায় তার ইচ্ছেরা।

আমরা ভালোবাসার সমুদ্রকান্তা হবো শত বছরি বটগাছের শাখায় উড়বে আমাদের প্রেম নিশান। -আমরা কারো কষ্ট হবো কি? -আমরা একটা নদী বানাবো; সবার কষ্ট জমা দেবে সেথায়। আমরা অপরাধীর সাজা হবো। কলঙ্কিনীর কলঙ্ক হবো। আমরা লজ্জা হবে ধর্ষিতার।

আমরা অথর্ব হবো ভাষাহীনের। -আচ্ছা আমরা কষ্ট হবো, আনন্দ হবো, সুখ হবো না? -সব কিছুতেই যখন থাকবো তাহলে এটা কেন বাকী রবে। আমরা দ্বিগবিজয়ী হবো। হবো তিন রাস্তার মোড়ে ভাস্কর্য। মেঘের পরে রোদ হবো; দৈন্যতার ঘরে অর্থ হবো।

অন্ধের আলো হবো। আচ্ছা আমরা যে এতকিছু হবো ভাবছি, কিন্তু তা কিভাবে? আর আমরাই বা কে? -আমরা মানুষ আর আমাদের এ সকল আস্ফালন হলো আমাদের ইচ্ছেরা। ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: রচনাকাল: ২০১১ খ্রি: নাটোর বোডিং নাটোর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.