আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামিলিগ এর বাড়ি রাজনিতি তে খালেদা কুপকাত । শেষে সব হিজরাদের নিয়ে পদ্মার চরে হিজরত । গোলাম আযম এর সুধা সদন দখল …।



আওয়ামিলিগ এর রাজনিতিতে সব সময় একটা প্লানিং থাকে দির্ঘ মেয়াদি । অবশ্যই সে প্লানিং দেশ নিয়ে নয় , বিরোধি দল কে পরাজিত করার প্লানিং । আওয়ামিলিগ ভালো করে জানে খালেদা যেমন তার সন্তান দের ভালো বাসে তেমন ভালো বাসে তার অর্থ সম্পদ , অবশ্য তার অর্থ সম্পদ এর বেপারে আমার বিস্তারিত ধারনা নেই । কিন্তু তার যে অর্থ সম্পদ এর মোহ এবং ভালো বাসা দেশ এর থেকে বেশি দেশের জনগনের থেকে বেশি তা বর্তমানে তার বাড়ি নিয়ে রাজনিতি করা নিয়েই বুঝা যায় । দেশের জনগন তাকে দেশ নেত্রি উপাধি দিয়েছিল , কেনো দিয়েছিলো তা আমার জানা নেই ,কারন এরশাদ বিরোধি আন্দলন করেছিল ছাত্র জনতা আর এখানে দেশ নেত্রি উপাধি দেয়ার কি আছে সেটা আমার বোধ গোম্য নয় ।

তবে উনি যে এখন বাড়ি নেত্রি হয়ে গেছে জনগনের মধ্যে এতে কোণ সন্দেহ নেই । সারাদিন এর নিউজ দেখলেই বুঝা যায় দেশে কেমন অরাজগতা চলছে , আওয়ামিলিগ এর অত্যাচার এ অতিষ্ঠ মানুষ । চার দিকে হত্যা , খুন বেরেই চলেছে কিন্তু বাড়ি নেত্রির সেদিকে খেয়াল নেই । খেয়াল আছে সুধু তার বাড়ির দিকে । তার নিজ দলের জন প্রতিনিধি মারা গেলো , প্রকাশ্য দিবালোকে মেরে ফেললো বাকশালি পশু রা সে দিকে খেয়াল নেই ।

তার খেয়াল আছে দেশ জাহান্নামে যাক । মরে ছার খার হয়ে যাক কিন্তু আমার বাড়ি চাই । আওয়ামিলিগ জানতো দেশ নেত্রি কে বাড়ি নেত্রি বানাতে তাদের বেশি কিছু খরচ করতে হবেনা । কারন বিএনপি তে নেতা নেই আছে কিছু হিজরা তাও আবার তাদের দিকে তাকালে জনগন এর বমি চলে আসে ,মুখ দিয়ে কথা বললে মনে হয় পদ্মার চর ড্রেজিং হচ্ছে । আওয়ামিলিগ সার্থক কারন তারা জানে আমরা যত পিচাশ হইনা কেনো দেশে আমাদের সামনে দারানোর মত কেও নেই ।

জামতা শেষ , ওরা ছাইরা দেমা কাইন্দা বাচি পারলে হাসিনার পায়ে পরে আওয়ামিলিগ এ যোগদান করে সেখানে বিএনপি তার নেতা কর্মিদের নিয়ে প্রতিদিন পদ্মার চরে হিজরত করে । আমরা সাধারন জনগন যেমন আছি তেমনই থাকবো । কারন আবার নির্বাচন আসলে দেখা যাবে ঐ বাড়ি নেত্রি, দেশ নেত্রি হইয়া পরধান মন্ত্রি হইয়া হাসিনার ১ বাড়ি নেয়ার বদলে দেশ নেত্রি ৩ টা নিসে নিজামি মুজাহিদ কে ২ টা বাড়ি দিয়া দিছে আর গোলাম আজম রে সুধা সদন দিয়া দিছে । আবার সেই রাজনিতি বরাবর আওয়ামিলিগ যা শিখায় বিএনপি তা ভালো ভাবে প্রয়োগ করে । হাসিনা সুধা সদন বাচানো নিয়ে বেস্ত ।

দেশে পানি নেই , বিদ্যুত নেই , খুন খারাবি বেরেই চলেছে প্রকাশ্য দিবালোকে আওয়ামিলিগ এর জন প্রতি নিধি খুন । আমরা হালার পাবলিক এর আবার সেই পাছায় লাত্থি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.