আমাদের কথা খুঁজে নিন

   

শতাব্দির শ্রেষ্ঠ ভন্ডামি ডিজিটাল বাংলাদেশ ( বাচতে হলে জানতে হবে )



ভিসন -২১ এর মেনিফেস্টো দেখার পর থেকে ৩৩ মাস চলে গেছে । আজ পর্যন্ত ডিজিটাল এর সংগা খেজে পাইনি । আমাদের ব্লগার ভাই বোন বন্ধুরা কেও যদি ডিজিটাল এর সংগা জানেন এই মুর্খ অধম কে বলে দিবেন । আমি জানতে চাই আমি শিখতে চাই ডিজিটাল এর মানে কি । বাচতে হলে জানতে হবে ডিজিটাল এর মানে কি ।

সরকার বা আওয়ামিলিগ ক্ষমতায় এসেছে ২ বছর এর বেশি হল । আজ পর্যন্ত সরকার একটি বেখ্যা দিল না ডিজিটাল করবে কিভাবে । নাকি সরকারি কিছু ওয়েব উদ্ভোদন করেই ডিজিটাল করে ফেললো । এখন আসি মুল কথায় । সরকার ঘোষনা দিয়েছে তারা ডিজিটাল করবে , ডিজিটাল করার প্রথম ধাপ হল কম্পিউটার শিক্ষা ।

দেশে কত জন মানুষ কম্পিউটার শিক্ষায় শিক্ষিত। কত জন মানুষ কম্পিউটার চালাতে জানে এর সঠীক বেখ্যা আমার কাছে নেই , তবে আমার আসে পাসে শিক্ষক , সরকারি আমলা , পুলিশ , সরকারি অফিস এর অফিসার , কেরানি তারা কত টুকু কম্পিউটার চালাতে জানে । ধরে নিন সরকার আরো ৩ বছর ক্ষমতায় আছে , এই যারা কম্পিউটার চালাতে জানে না আমাদের আমলা , অফিসার , পুলিশ তাদের ট্রেনিং দিয়ে কি সরকার ই-গভরমেন্ট চালু করতে পারবে । নাকি ই-গভারমেন্ট কি বর্তমান ডিজিটাল সরকার জানেই না । ভবিষ্যত এর ডিজিটাল বাংলাদেশ এর জন্য যা সব থেকে বেশি প্রয়োজন তা হল প্রাইমারি স্কুল থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামুলক করা ।

সেখানে কলেজ থেকে বাধ্যতামুলক নেই । তাহলে আমাদের নতুন প্রজন্ম জানবে কিভাবে বুঝবে কিভাবে । সেই জানা না জানার সুজগে আমরা ভোট নিয়েছি ক্ষমতায় এসেছি । যারা ভোট দিয়েছে ডিজিটাল আওয়ামিলিগ কে তারা জানেই না ডিজিটাল কাকে বলে । আর কত ভন্ডামি যে দেখবো কত যে শুনবো তা আল্লাহ পাক এ ভাল জানেন ।

আমরা ডিজিটাল ভন্ড দের পাল্লায় পরে আমরা নিজেরাও ডিজিটাল হয়ে পরেছি । তাই আমাদের এই ভন্ড ভুবনে আপনাদের সাগতম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.